ইঞ্জিন বিকলের ঝুঁকি থাকায় যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ গাড়ি প্রত্যাহারের সিদ্ধান্ত টয়োটার

ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে—এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র থেকে টয়োটা তুন্দ্রা, লেক্সাস এলএক্স ও লেক্সাস জিএক্সসহ মোট ১ লাখ ২৬ হাজার ৬৯১টি গাড়ি ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপানি গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।

Nov 15, 2025 - 13:33
ইঞ্জিন বিকলের ঝুঁকি থাকায় যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ গাড়ি প্রত্যাহারের সিদ্ধান্ত টয়োটার
১ লাখ ২৬ হাজার ৬৯১টি গাড়ি ফেরত নেবে টয়োটা। ছবি: ডব্লিউএফএএ

ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারেএমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র থেকে টয়োটা তুন্দ্রা, লেক্সাস এলএক্স লেক্সাস জিএক্সসহ মোট লাখ ২৬ হাজার ৬৯১টি গাড়ি ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপানি গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।

বিষয়টি জানিয়ে নভেম্বর একটি নোটিশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক অ্যান্ড সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) ২০২২ থেকে ২০২৪ সালের টয়োটা টুন্ড্রা, লেক্সাস এলএক্স এবং ২০২৪ সালের লেক্সাস জিএক্স মডেলের সব গাড়িই যুক্তরাষ্ট্র থেকে তুলে নেওয়া হবে।

গাড়িগুলো উৎপাদনের সময় ভাঙাচোরা যন্ত্রাংশের টুকরা ইঞ্জিনের ভেতরে ঢুকে যায়, যা সরানো হয়নি বলে ধারণা করা হচ্ছে। এগুলোর কারণে ইঞ্জিনে শব্দ হওয়া, অমসৃণ ড্রাইভ, স্টার্ট না নেওয়া কিংবা গাড়ির শক্তি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। গাড়ির গতি বেশি থাকাবস্থায় শক্তি কমে গেলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।

এখন সমাধান সূত্রই খুঁজছে টয়োটা। সমাধান চূড়ান্ত হলে মালিকেরা বিনামূল্যে মেরামত করাতে পারবেন। এটি ২০২২২৩ সালের টুন্ড্রা লেক্সাস এলএক্স ৬০০ মডেলের আগের প্রত্যাহার নোটিশেরই বিস্তৃতি। আগে প্রায় লাখ হাজার গাড়ি প্রত্যাহার করা হয়েছিল।

গাড়ির ক্রেতাদের ২২ ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ এর মধ্যে নোটিশ দেবে টয়োটা।

তথ্যসূত্র: ডব্লিউএফএএ