আই-২০ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: টেরেলের কাছে ৪ জন নিহত, বহু আহত
কফম্যান কাউন্টির টেরেল শহরের কাছে আই-২০ মহাসড়কে শনিবার দুপুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। টেরেল ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট এই তথ্য নিশ্চিতকরেছে।

কফম্যান কাউন্টির টেরেল শহরের কাছে আই-২০ মহাসড়কে শনিবার দুপুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। টেরেল ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট এই তথ্য নিশ্চিতকরেছে।
দুর্ঘটনায় সাতটি গাড়ি জড়িত ছিল, যার মধ্যে তিনটি ছিল ১৮-হুইলার ট্রাক এবং চারটি যাত্রীবাহী গাড়ি। ঘটনাস্থলেই চারজন মারা যান এবং দুইজন গুরুতর আহত হন। এছাড়াও বেশ কয়েকজন হালকা থেকেমাঝারি মাত্রার আঘাত পান। আহতদের ডালাসের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ আই-২০ পূর্বমুখী এক লেন আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। তবে পশ্চিমমুখীলেনগুলো আরও কয়েক ঘণ্টা বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্র: ডালাস মর্নিং