Business & Finance

ডালাসে বাড়ি কিনতে ২০১৯ সালের তুলনায় ৫০% বেশি আয় প্রয়োজন

দেশজুড়ে বাড়ি ক্রেতাদের একটি মধ্যম দামের বাড়ি কিনতে বছরে ১ লাখ ১৪ হাজার ডলার আয় করতে হবে, অথচ ছয় বছর আগে প্রয়োজন হতো ৬৭ হাজার ডলার।

ডালাসভিত্তিক অনলাইন জায়ান্টকে ১৪ মিলিয়ন ডলার জরিমানা

টিন্ডার, হিঞ্জ, ওককিউপিড ও প্লেন্টিওফফিশের মালিক, ডালাসভিত্তিক ম্যাচ গ্রুপ নকল প্রেমের বিজ্ঞাপন ও বিভ্রান্তিকর সাবস্ক্রিপশন কৌশলের কারণে ১৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।

ডালাস ফোর্ট ওয়ার্থের রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ বাড়ছে

বিনিয়োগকারীরা রিয়েল এস্টেট মার্কেটে ফেরত আসছে। গত কয়েক বছরের মন্দা পরিস্থিতি পাল্টে যাচ্ছে। বাণিজ্যিক রিয়েল এস্টেট ব্রোকারেজ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান অ্যাভিসন ইয়াং-এর একটি প্রতিবেদনের মতে, ২০২৫ সালের প্রথমার্ধে বাজার পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি লাভ করেছে।

ডালাস-ফোর্ট ওয়ার্থের পূর্ব দিকে ছোট আকারের স্টোর খুলছে ওয়ালমার্ট

ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকায় আরেকটি নতুন আউটলেট খুলছে ওয়ালমার্ট, তবে এটি হবে আরও ছোট আকারের।