পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ৩ গবেষক
পদার্থবিজ্ঞানে এবার নোবেল জয়ী হয়েছেন জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস। তারা তিন জনই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক। মঙ্গলবার তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।
পদার্থবিজ্ঞানে এবার নোবেল জয়ী হয়েছেন জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস। তারা তিন জনই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক। মঙ্গলবার তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।
বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ও শক্তি পরিমাপ আবিষ্কারের জন্য নোবেল পেয়েছেন তারা।
জন ক্লার্ক ব্রিটিশ, মিশেল দেভরেট ফরাসি, এবং জন এম মার্টিনিস ক্যালিফোর্নিয়ার অধিবাসী। পদার্থবিজ্ঞানের একটি বড় প্রশ্ন হলো, কত বড় কোনো বস্তু বা ব্যবস্থা কোয়ান্টাম জগতে প্রভাব ফেলতে পারে। এ বছর নোবেলজয়ীরা এমন একটি বৈদ্যুতিক সার্কিটে পরীক্ষা-নিরীক্ষা করেছেন, যা হাতে ধরা যায়। সেই সার্কিটে তারা কোয়ান্টাম টানেলিং এবং শক্তির নির্দিষ্ট স্তর—দুটি বিষয়ই দেখিয়েছেন।
এর আগে সোমবার চিকিৎসায় নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। চিকিৎসায় এবার পুরস্কার পেয়েছেন ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
তথ্যসূত্র: বিবিসি