টেক্সাসের অস্টিনে হয়ে গেল গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলা

টেক্সাসের প্রাণকেন্দ্র অস্টিনে হয়ে গেল গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলা ২০২৫। গত  রোববার (২২ জুন) ‘দ্য ক্লাব অ্যাট ওয়েলস পয়েন্ট’ মিলনায়তনে এই মেলা হয়।  মেলার আয়োজন করে থাকে গ্লোবাল ভিলেজ গ্লোবাল রিসার্চ সেন্টার নামে একটি সংগঠন। এবার মেলাটি উদ্বোধন করেছেন বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক ও চলচ্চিত্রনির্মাতা সাদাত হোসাইন। এই মেলায় গ্লোবাল ভিলেজ গ্লোবাল রিসার্চ সেন্টারের পক্ষ থেকে সাদাত হোসাইনকে ‘গ্লোবাল ভিলেজ সাহিত্য পদক ২০২৫’ প্রদান করা হয়।

Jun 27, 2025 - 20:05
টেক্সাসের অস্টিনে হয়ে গেল গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলা

টেক্সাসের প্রাণকেন্দ্র অস্টিনে হয়ে গেল গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলা ২০২৫। গত  রোববার (২২ জুন) ‘দ্য ক্লাব অ্যাট ওয়েলস পয়েন্ট’ মিলনায়তনে এই মেলা হয়।  মেলার আয়োজন করে থাকে গ্লোবাল ভিলেজ গ্লোবাল রিসার্চ সেন্টার নামে একটি সংগঠন। এবার মেলাটি উদ্বোধন করেছেন বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক ও চলচ্চিত্রনির্মাতা সাদাত হোসাইন। এই মেলায় গ্লোবাল ভিলেজ গ্লোবাল রিসার্চ সেন্টারের পক্ষ থেকে সাদাত হোসাইনকে ‘গ্লোবাল ভিলেজ সাহিত্য পদক ২০২৫’ প্রদান করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে প্রথমে একটি ঐতিহ্যবাহী শোভাযাত্রা হয় এবং এরপর মেলার উদ্‌বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর মেলার মূল উদ্যোক্তা ‘রিদম অব গ্লোবাল ভিলেজ’-এর প্রেসিডেন্ট এবং ‘কালের চিঠি’র সম্পাদক বিমল সরকার স্বাগত বক্তব্যে সবাইকে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সাদাত হোসাইনকে উত্তরীয় পরিয়ে দেন গ্লোবাল ভিলেজের উপদেষ্টা প্রফেসর ডা. ফিরোজা তালুকদার। এরপর ফিতা কেটে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

 এই বইমেলায় অংশ নেয় বাংলা একাডেমি, অনন্যা, কথা প্রকাশ, কালের চিঠি, অন্যধারা এবং কলকাতার দেজ প্রকাশন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আসা লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন সাদাত হোসাইন। ডালাস থেকে মেলায় যোগ দেন লেখক ফরহাদ হোসেন। এমনকি দক্ষিণ আফ্রিকা থেকেও লেখকের অংশগ্রহণে অনুষ্ঠানটি আন্তর্জাতিক মাত্রা পায়। বইমেলার অন্যতম আকর্ষণ ছিল শিল্পী মুনিরা প্রীতুর একক সংগীতানুষ্ঠান, যেখানে তিনি পরিবেশন করেন সাদাত হোসাইনের লেখা গান। শিশু চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা ও মেধা যাচাই কার্যক্রমে সরগরম ছিল পরিবেশ। ছোটদের সৃজনশীলতার ঝলক ছিল চোখে পড়ার মতো। প্রশ্নোত্তর পর্বে পাঠকেরা সরাসরি কথা বলেন লেখক সাদাত হোসাইনের সঙ্গে। প্রফেসর হায়দরী আকবরের সঞ্চালনায় “গল্পের পেছনের গল্প” ছিল মেলার আরেক আকর্ষণীয় আয়োজন।