Tag: বইমেলা

টেক্সাসের অস্টিনে হয়ে গেল গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলা

টেক্সাসের প্রাণকেন্দ্র অস্টিনে হয়ে গেল গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলা ২০২৫। গত  রোববার (২২ জুন) ‘দ্য ক্লাব অ্যাট ওয়েলস পয়েন্ট’ মিলনায়তনে এই মেলা হয়।  মেলার আয়োজন করে থাকে গ্লোবাল ভিলেজ গ্লোবাল রিসার্চ সেন্টার নামে একটি সংগঠন। এবার মেলাটি উদ্বোধন করেছেন বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক ও চলচ্চিত্রনির্মাতা সাদাত হোসাইন। এই মেলায় গ্লোবাল ভিলেজ গ্লোবাল রিসার্চ সেন্টারের পক্ষ থেকে সাদাত হোসাইনকে ‘গ্লোবাল ভিলেজ সাহিত্য পদক ২০২৫’ প্রদান করা হয়।