ওজি অসবোর্নের নামে ক্যালিফোর্নিয়ায় গন্ডার শাবক

ক্যালিফোর্নিয়ার সান্তা রোসায় অবস্থিত সাফারি ওয়েস্ট বন্যপ্রাণী সংরক্ষণকেন্দ্রে জন্ম নিয়েছে একটি বিরল সাদা গন্ডার শাবক। শাবকটির জন্ম হয় ঠিক সেই দিন, যেদিন প্রয়াত হন বিশ্ববিখ্যাত রক তারকা ও ব্ল্যাক সাবাথ ব্যান্ডের গায়ক ওজি অসবোর্ন। কিংবদন্তি এই সংগীতশিল্পীর স্মরণে শাবকটির নাম রাখা হয়েছে ‘ওজি’।

Jul 24, 2025 - 20:33
ওজি অসবোর্নের নামে ক্যালিফোর্নিয়ায় গন্ডার শাবক
সাফারি ওয়েস্টের সৌজন্যে

ক্যালিফোর্নিয়ার সান্তা রোসায় অবস্থিত সাফারি ওয়েস্ট বন্যপ্রাণী সংরক্ষণকেন্দ্রে জন্ম নিয়েছে একটি বিরল সাদা গন্ডার শাবক। শাবকটির জন্ম হয় ঠিক সেই দিন, যেদিন প্রয়াত হন বিশ্ববিখ্যাত রক তারকা ও ব্ল্যাক সাবাথ ব্যান্ডের গায়ক ওজি অসবোর্ন। কিংবদন্তি এই সংগীতশিল্পীর স্মরণে শাবকটির নাম রাখা হয়েছে ‘ওজি’।

সাফারি ওয়েস্ট এক বিবৃতিতে জানায়, “জীবনের চক্রের এক প্রতীকী মুহূর্তে, যেদিন বিশ্ব হারায় ওজি অসবোর্নকে, ঠিক সেদিনই আমাদের এখানে জন্ম নেয় ‘ওজি’। অসবোর্ন ছিলেন সাহসী ও স্থায়িত্বের প্রতীক—এই গুণগুলো আমরা উদযাপন করছি নতুন প্রাণের আগমনের মাধ্যমে।”

শাবক ‘ওজি’ এখন রয়েছে তার দুই বছর বয়সী ভাই অটো এবং বিশ বছর বয়সী মা ঈশার সঙ্গে। এই প্রজনন কার্যক্রমটি সাফারি ওয়েস্ট এবং ইন্ডিয়ানাপোলিস চিড়িয়াখানার যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে। ফলে উভয় প্রতিষ্ঠানই শাবকটির দায়িত্ব ভাগ করে নিয়েছে।

সাদা গন্ডার বর্তমানে আইইউসিএন-এর রেড লিস্টে 'নিয়ার থ্রেটেনড' (ঝুঁকির কাছাকাছি) তালিকাভুক্ত। একসময় দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে বিস্তৃত এই প্রজাতিটি ১৯ শতকের শেষে বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। তখন গন্ডারের সংখ্যা কমে দাঁড়িয়েছিল মাত্র ২০ থেকে ৫০-এ। পরে দীর্ঘ সময়ের সংরক্ষণ প্রচেষ্টায় ২০১২ সালের মধ্যে এই সংখ্যা আবার বেড়ে দাঁড়ায় প্রায় ২১,০০০-এ।

তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চোরাশিকার এবং অন্যান্য হুমকির কারণে ২০২৪ সালের মধ্যে বন্য পরিবেশে সাদা গন্ডারের সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে আনুমানিক ১৭,৫০০-এ। সাফারি ওয়েস্ট জানিয়েছে, এই প্রজাতির টিকে থাকার লড়াই এখনও কঠিন।

সংরক্ষণকেন্দ্রটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. ন্যান্সি ল্যাং বলেন, “প্রত্যেকটি গন্ডারের জন্ম আমাদের নতুন করে আশা জাগায় এবং মনে করিয়ে দেয়, এই অসাধারণ প্রাণীদের বাঁচিয়ে রাখতে আমাদের দায়বদ্ধতা কতটা গভীর। ওজির জন্ম একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, যা আমাদের সকলকে আরও সচেতন ও সক্রিয় হতে অনুপ্রাণিত করে।”

তথ্যসূত্র: ডব্লিউএফএএ (WFAA)