টেইলর সুইফটের বাগ্‌দানের ঘোষণা, ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

গায়িকা টেইলর সুইফট এবং কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে বাগ্‌দানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে দেওয়া পোস্টে তাঁরা মজার ছলে লিখেছেন, “আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।” সঙ্গে ছিল কেলসের সুইফটকে প্রস্তাব দেওয়ার কয়েকটি ছবি।

Aug 27, 2025 - 18:05
টেইলর সুইফটের বাগ্‌দানের ঘোষণা, ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

গায়িকা টেইলর সুইফট এবং কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে বাগ্‌দানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে দেওয়া পোস্টে তাঁরা মজার ছলে লিখেছেন, “আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।” সঙ্গে ছিল কেলসের সুইফটকে প্রস্তাব দেওয়ার কয়েকটি ছবি।

ঘোষণার পরই অভিনন্দন বার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রামে দেওয়া ওই পোস্ট মাত্র ২০ মিনিটেই ১৮ লাখের বেশি লাইক পায়। এমনকি এনএফএল থেকেও তাঁদের শুভেচ্ছা জানানো হয়েছে।

সুইফট ও কেলসে দু’জনই প্রায় দুই বছর ধরে সম্পর্কে ছিলেন। ২০২৩ সালে সুইফট অ্যারোহেড স্টেডিয়ামে কনসার্ট করার পর তাঁদের ঘনিষ্ঠতা শুরু হয়। যদিও কেলসে এরও আগে, ২০১৬ সালেই সুইফটের প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়। কয়েক মাস পর, ডিসেম্বরেই সুইফট নিজেই প্রেমের বিষয়টি স্বীকার করেন।

এদিকে, ভক্তরা এখন অপেক্ষায় আছেন সুইফটের নতুন অ্যালবামের। চলতি মাসের শুরুতে তিনি ঘোষণা দিয়েছেন তাঁর ১২তম স্টুডিও অ্যালবামের—‘দ্য লাইফ অব আ শোগার্ল’, যা মুক্তি পাবে আগামী ৩ অক্টোবর।