মঞ্চে কোকেন সেবনের গুঞ্জন, মুখ খুললেন জো জোনাস
ভাইরাল হয়ে যাওয়া এক ভিডিও ঘিরে ওঠা গুঞ্জনের জবাবে গায়ক জো জোনাস স্পষ্ট জানিয়ে দিলেন, জীবনে তিনি কখনও কোকেন ছুঁয়েও দেখেননি।
ভাইরাল হয়ে যাওয়া এক ভিডিও ঘিরে ওঠা গুঞ্জনের জবাবে গায়ক জো জোনাস স্পষ্ট জানিয়ে দিলেন, জীবনে তিনি কখনও কোকেন ছুঁয়েও দেখেননি।
সম্প্রতি এক জোনাস ব্রাদার্স কনসার্টে জোনাসের নাক স্পর্শ করার একটি টিকটক ভিডিও ছড়িয়ে পড়ে। অনেকেরই ধারণা, তিনি মঞ্চের পাশে কোকেন সেবন করছিলেন। কিন্তু সে ধারণা সত্যি নয় বলে জানালেন জোনাস। লাইফস্টাইল ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন ‘এসকোয়ার’কে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই শিল্পী বলেন, ‘আমি জীবনে কখনো কোকেন ছুঁয়েই দেখিনি। আর যদি নিতামও, হাজারো দর্শকের সামনে নিশ্চয়ই আরও গোপনে করতাম!’
গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মজার ছলেই সামজিক মাধ্যমে এক পোস্টে জোনাস মন্তব্য করেন, ‘তুমি কি কখনও নাকে কিছু আটকে যাওয়ার অভিজ্ঞতা পাওনি নাকি?’
২০১৩ সালে এক লেখায় জোনাস জানিয়েছিলেন, কিশোর বয়সে তিনি সহকর্মী ডেমি লোভাটো ও মাইলি সাইরাসের সঙ্গে প্রথমবার গাঁজা সেবন করেছিলেন। তবে এখন আর তিনি সে অভ্যাসে নেই বলেও জানান জো জোনাস।
তথ্যসূত্র: এনবিসি ৫