ভারতীয় টিভি সিরিয়ালে বিল গেটস

২৫ বছর পর আবার পর্দায় ফিরেছে ভারতীয় টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’। স্মৃতি ইরানি অভিনীত তুলসী চরিত্র এবারও কেন্দ্রীয় ভূমিকায়, তবে নতুন মৌসুমে সবচেয়ে বড় চমক—মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের উপস্থিতি।

Oct 25, 2025 - 08:59
ভারতীয় টিভি সিরিয়ালে বিল গেটস
টিভি সিরিয়ালে তুলসীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন বিল গেটস। ছবি: জিওস্টার

২৫ বছর পর আবার পর্দায় ফিরেছে ভারতীয় টিভির জনপ্রিয় ধারাবাহিককিউকি সাঁস ভি কাভি বহু থি’। স্মৃতি ইরানি অভিনীত তুলসী চরিত্র এবারও কেন্দ্রীয় ভূমিকায়, তবে নতুন মৌসুমে সবচেয়ে বড় চমকমাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের উপস্থিতি।

নতুন পর্বে দেখা যায়, গর্ভবতী নারীর স্বাস্থ্য সচেতনতা নিয়ে তুলসীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন গেটস। মাতৃ শিশুমৃত্যু কমাতে তাঁর গেটস ফাউন্ডেশন বহু বছর ধরে ভারতের উত্তর প্রদেশ বিহারে কাজ করছে। ধারাবাহিকের এই দৃশ্যের মাধ্যমে সেই উদ্যোগের বার্তাই দর্শকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

বিল গেটসের হিন্দি উচ্চারণেনমস্তে তুলসীজিঅভিবাদন জানানো মুহূর্তটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। মাত্র একদিনে ইনস্টাগ্রামে চার মিনিটের সেই প্রোমো ছয় মিলিয়নের বেশি ভিউ পায়। কেউ লিখেছেন, ‘এটা কোন মাল্টিভার্স!’, কেউ আবার বলেছেন, ‘ক্রিঞ্জ, কিন্তু দারুণ!’

ধারাবাহিকটির প্রযোজক সংস্থা জিওস্টার জানায়, বিনোদনের পাশাপাশি সামাজিক বার্তা পৌঁছে দিতেই তারা এই সহযোগিতা করেছে। কলামিস্ট শৈলজা বাজপাই বলেন, এবার সিরিয়ালে সামাজিক ইস্যুবিশেষত নারী শিশুস্বাস্থ্য বেশ গুরুত্ব পেয়েছে, যা স্মৃতি ইরানির রাজনৈতিক পরিচয়ের সঙ্গেও মানানসই।

জিওস্টারের মতে, বিল গেটসকে তিনটি পর্বে দেখা যাবে। পুরোনো নাটকীয়তা নতুন সামাজিক বার্তার মিশ্রণে, সিরিয়ালটি আবারও আলোচনার কেন্দ্রে এসেছে।

তথ্যসূত্র: বিবিসি