মামদানিকে দেখতে খারাপ, কমিউনিস্টি ও উন্মাদ বললেন ডোনাল্ড ট্রাম্প
নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা জোহরান মামদানিকে, দেখতে খারাপ, কমিউনিস্টি ও উন্মাদ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে মার্কিন সাময়িকী টাইম।

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা জোহরান মামদানিকে, দেখতে খারাপ, কমিউনিস্টি ও উন্মাদ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে মার্কিন সাময়িকী টাইম।
এর আগে গত মঙ্গলবার মেয়র নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে জয়ী হয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম নেতা জোহরান মামদানি।
কিন্তু নিউইয়র্কের মতো গুরুত্বপূর্ণ শহরে আফ্রিকা থেকে উঠে আসা ৩৩ বছর বয়সী এক সোশ্যালিস্ট মুসলিম তরুণ মেয়র হয়ে যাবেন, এটি কোনোভাবেই মানতে পারছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। আর তাই এই তরুণের সাফল্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
টাইমের খবরে আরও বলা হয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একাধিক পোস্টে ট্রাম্প ডেমোক্র্যাটদের সম্ভাব্য এই মেয়র প্রার্থীর চেহারা, কণ্ঠস্বর ও বুদ্ধিমত্তা নিয়ে কটাক্ষ করেছেন। প্রগতিশীল রাজনৈতিক মতাদর্শকে ইঙ্গিত করে ট্রাম্প তাঁকে ‘শতভাগ কমিউনিস্ট উন্মাদ’ বলে মন্তব্য করেছেন।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘জোহরান মামদানি, একজন শতভাগ কমিউনিস্ট পাগল, ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি জিতে এখন মেয়র হওয়ার পথে। আগেও কিছু উগ্র বামপন্থী দেখেছি, কিন্তু এবার ব্যাপারটা খুবই হাস্যকর হয়ে গেছে। তাঁর চেহারা বিশ্রী, কণ্ঠস্বর বিরক্তিকর, আর বুদ্ধিও কম।’
আরেক পোস্টে ট্রাম্প মামদানিকে সমর্থন দেওয়া কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের নিয়েও ব্যঙ্গ করেন। এর মধ্যে রয়েছেন প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। ট্রাম্প সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমারকে ব্যঙ্গ করে বলেছেন, ‘আমাদের মহান ফিলিস্তিনি সিনেটর।’ তিনি আরও বলেন, ‘কান্নাকাটি করা চাক শুমার মামদানির পেছনে ঘুরঘুর করছেন।’
মামদানি ২০২১ সাল থেকে কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকা থেকে রাজ্য অ্যাসেম্বলিতে প্রতিনিধিত্ব করছেন। মেয়র পদে তাঁর ঘোষিত পরিকল্পনার মধ্যে রয়েছে—বাসভাড়া সম্পূর্ণ ফ্রি করা, বাড়ির ভাড়া বৃদ্ধির হার বন্ধ করা এবং সিটি করপোরেশনের নিজস্ব গ্রোসারি দোকান চালু করা। এসব পরিকল্পনার অর্থায়নে তিনি ব্যবসাপ্রতিষ্ঠান ও ধনীদের ওপর ১০ বিলিয়ন ডলারের কর বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। এছাড়া, মামদানি প্রকাশ্যে ফিলিস্তিনপক্ষে অবস্থান নেওয়ায় তিনি ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন।
তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হবে। তাঁর যুক্তি, আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তা বাস্তবায়ন করতেই তিনি এই পদক্ষেপ নেবেন। মামদানি ফিলিস্তিনপন্থী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং আন্দোলনের পক্ষে স্লোগানও দিয়েছেন।