ডালাসে অনুষ্ঠিত হলো বাংলাদেশি চিকিৎসকদের দিনব্যাপি মিলনমেলা
ডালাসের উইন্ডহ্যাম গার্ডেন রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘টেক্সাস ফিজিশিয়ান্স অ্যান্ড ডেন্টিস্টস অফ বাংলাদেশি অরিজিন’ আয়োজিত বাংলাদেশি চিকিৎসকদের দিনব্যাপি মিলনমেলা। অনুষ্ঠানে ছিল তিন ঘণ্টার CME সেমিনার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ওপেন ফোরাম, এবং একটি অনুপ্রেরণামূলক বক্তব্য জাকারিয়া স্বপনের। রাতের গালা ডিনারে পরিবেশিত হয় শুভ্র দেবসহ অনেক শিল্পীর সঙ্গীতানুষ্ঠান।

টেক্সাসে প্রথমবারের মতো একত্রিত হলেন অঙ্গরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশি চিকিৎসকরা । ‘টেক্সাস ফিজিশিয়ান্স অ্যান্ড ডেন্টিস্টস অফ বাংলাদেশি অরিজিন’ ব্যানারে আয়োজিত দিনব্যাপী এইঅনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ডালাসের অভিজাত উইন্ডহ্যাম গার্ডেন রিসোর্টে।
অনুষ্ঠানটি শুরু হয় তিন ঘণ্টাব্যাপী একটি বৈজ্ঞানিক সিএমই (CME) সেমিনারের মাধ্যমে, যেখানে অংশনেন চিকিৎসা ও দন্তচিকিৎসা পেশায় যুক্ত বিভিন্ন পর্যায়ের বাংলাদেশি চিকিৎসকরা। অংশগ্রহণকারীদেরমতে, এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা ও কার্যকর একটি সায়েন্টিফিক সেশন। সরাসরি মতামত ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পুরো সেশনটি হয়ে ওঠে অত্যন্ত প্রাণবন্ত ও সক্রিয় অংশগ্রহণমূলক।
দ্বিতীয় সেশনটি ছিল কমিউনিটি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্মুক্ত আলোচনাসভা। অডিটোরিয়ামেউপচে পড়া ভিড়ের কারণে অনেকে মেঝেতে বসেও সেশনটি উপভোগ করেন। এ সেশনে প্যানেলিস্ট হিসেবেউপস্থিত ছিলেন টেক্সাসে বসবাসরত দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান তরুণ চিকিৎসা শিক্ষার্থীরা। যাদের মধ্যে ছিলেন মেডিকেল রেসিডেন্ট, সিনিয়র ও জুনিয়র মেডিকেল স্টুডেন্ট, এবং সদ্য মেডিকেল কলেজেসুযোগপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তাঁরা বিস্তারিতভাবে আলোচনা করেন কীভাবে মিডল স্কুল, হাই স্কুলএবং ফ্রেশম্যান শিক্ষার্থীরা মেডিকেল বা ডেন্টাল ক্যারিয়ারে প্রবেশের জন্য প্রস্তুতি নিতে পারে। ডেন্টালক্যারিয়ার নিয়ে আলোকপাত করেন একজন বাংলাদেশি পিএইচডি অর্থোডোন্টিস্ট।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের খ্যাতিমান উদ্যোক্তা ও উদ্ভাবক জাকারিয়া স্বপন, যিনি নিজের বাস্তব অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের উদ্দেশে একটি অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। এ ছাড়া,অনুষ্ঠানে বাংলাদেশি মেডিকেল গ্র্যাজুয়েটদের জন্য ছিল রেসিডেন্সি বিষয়ক একটি বিশেষ সেশন।
দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে এক জমকালো গালা ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। খ্যাতনামা শিল্পী শুভ্র দেব এক ঘণ্টারও বেশি সময় ধরে পরিবেশন করেন তাঁর জনপ্রিয় গানগুলো। এছাড়া, ডালাসের স্থানীয় ব্যান্ডের সঙ্গে গান পরিবেশন করেন আনুশা, আর হিউস্টনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এন্ডোক্রাইনোলজিস্ট ডা. বিলকিস পরিবেশন করেন শ্রোতাপ্রিয় কিছু গান।
এই ব্যতিক্রমী আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে অগ্রণী ভূমিকা রেখেছেন ছয়জন নিবেদিতপ্রাণ চিকিৎসক। তাঁরা হলেন— ডা. সাজ্জাদ ইসলাম, ডা. আমিরুল ইসলাম, ডা. নাসের খান, ডা. হাসান, ডা. রুমি আহমেদ এবং ডা. মোশতাক চৌধুরী।