নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষায় ফিরছে—এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৯২ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এ ধরনের পরীক্ষা চালানোর প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

Oct 30, 2025 - 00:22
নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর নির্দেশ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষায় ফিরছেএমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৯২ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ধরনের পরীক্ষা চালানোর প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার রাতে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। আমার প্রথম মেয়াদকালে এসব অস্ত্রের আধুনিকায়ন সম্পন্ন হয়েছে। এবার পরীক্ষার সময় এসেছে।

ট্রাম্প আরও বলেন, ‘রাশিয়া দ্বিতীয় স্থানে, চীন অনেক পেছনে তৃতীয়কিন্তু পাঁচ বছরের মধ্যে তারা আমাদের ধরে ফেলবে। তাই আমি যুদ্ধ দপ্তরকে নির্দেশ দিয়েছি, আমাদের অস্ত্রগুলোর পরীক্ষামূলক কার্যক্রম এখনই শুরু করতে।

দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে ট্রাম্প বৈঠকের এক ঘণ্টা আগে ঘোষণা দেন। বিশ্লেষকদের আশঙ্কা, তাঁর সিদ্ধান্ত নতুন করে পরাশক্তিগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা উসকে দিতে পারে।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার জানান, দেশটি সফলভাবেপসাইডোননামের পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো পরীক্ষা করেছে। এর আগে অক্টোবরেই রাশিয়াবুরেভেসনিকক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পারমাণবিক হামলার মহড়া চালায়।

যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছিল। তখন থেকেই নতুন পরীক্ষা বন্ধ ছিল। বিশ্লেষকদের মতে, নতুন পরীক্ষাগুলো শুধু প্রযুক্তিগত নয়বরং রাশিয়া চীনের প্রতি কৌশলগত বার্তাও বহন করবে।

১৯৪৫ সালের জুলাইয়ে নিউ মেক্সিকোতে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষার মধ্য দিয়েই যুক্তরাষ্ট্র পারমাণবিক যুগের সূচনা করেছিল। একই বছরের আগস্টে হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে।

তথ্যসূত্র: বিবিসি