ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাই শুরু
শাটডাউন তথা সরকারি অচলাবস্থার মধ্যেই এ সিদ্ধান্ত ডেমোক্র্যাটদের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবেই দেখা হচ্ছে
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের হাজারো কর্মীকে ছাঁটাই করার প্রক্রিয়া শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। চলমান শাটডাউন তথা সরকারি অচলাবস্থার মধ্যেই এ সিদ্ধান্ত ডেমোক্র্যাটদের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবেই দেখা হচ্ছে।
হোয়াইট হাউজের ব্যবস্থাপনা ও বাজেট মন্ত্রণালয়ের পরিচালক রাসেল ভট শুক্রবার সকালে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে লিখেছেন, ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট, মার্কিন স্বাস্থ্য সংস্থা, অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা ও শিক্ষা বিভাগ, বাণিজ্য, হোমল্যান্ড সিকিউরিট’র সাইবারসিকিউরিটি ডিভিশনে চাকরি ছাঁটাই চলছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাতটি সরকারি সংস্থা মিলিয়ে ৪ হাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, ফেডারেল কর্মীদের চাকরি হারানোর অন্তত ৩০ দিন আগে আনুষ্ঠানিকভাবে জানাতে হয়।
ছাঁটাইয়ের শুরুর দিকেই ট্রেজারি বিভাগ ও স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের কর্মীদের নোটিশ পাঠিয়েছে বলে জানা গেছে। এমনকি স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরও তাদের সাইবার নিরাপত্তা সংস্থায় কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
তবে সঠিক সংখ্যা ও বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। আদালতে দাখিল করা এক নথি অনুসারে, প্রায় ৪ হাজার ৬০০ কর্মীকে শুক্রবার থেকে ছাঁটাই নোটিশ দেওয়া শুরু হয়েছে। শুধু ট্রেজারি বিভাগেই ১,৪৪৬ জন এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগে ১,১০০ থেকে ১,২০০ জন কর্মী এই তালিকায় রয়েছেন। শিক্ষা বিভাগ ও হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট বিভাগেও অন্তত ৪০০ জন করে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে।
এদিকে দুইটি বড় শ্রমিক ইউনিয়ন—আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং আমেরিকান ফেডারেল অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন ছাঁটাই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছে। শুক্রবার প্রক্রিয়া শুরু হওয়ার পর তারা ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে সাময়িক নিষেধাজ্ঞা জারির আবেদনও জানায়।
আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি এভারেট কেলি বলেন, ‘ট্রাম্প প্রশাসন সরকারের অচলাবস্থাকে অজুহাত বানিয়ে হাজারো গুরুত্বপূর্ণ সরকারি কর্মীকে বেআইনিভাবে বরখাস্ত করছে, এটা লজ্জাজনক।’
সরকারের আইনজীবীরা আদালতে যুক্তি দেখান যে, কর্মী ছাঁটাইয়ে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হলে সরকারের কার্যক্রমে অপূরণীয় ক্ষতি হবে, কারণ প্রশাসন তার নিজস্ব কাঠামো ও কর্মীসংস্থান পুনর্গঠনের পূর্ণ স্বাধীনতা রাখে।
সরকারি অচলাবস্থার সমাধান না হওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের মতে, এই ছাঁটাই ফেডারেল কর্মীসংখ্যা কমানোর ট্রাম্পের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নেরই অংশ!
তথ্যসূত্র: বিবিসি