শাটডাউন অবসানের বিল সিনেটে পাস, নিম্নকক্ষে অনুমোদনের অপেক্ষা

মার্কিন সরকারের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন বা অচলাবস্থার অবসান ঘটাতে প্রয়োজনীয় বিল পাস করেছে সিনেট। সোমবার (১০ নভেম্বর) ৬০–৪০ ভোটে পাস হওয়া এ প্রস্তাবে সরকারের অর্থায়ন ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Nov 11, 2025 - 01:02
শাটডাউন অবসানের বিল সিনেটে পাস, নিম্নকক্ষে অনুমোদনের অপেক্ষা
সিনেটে বিল পাস হওয়ায় মার্কিন সরকারের দীর্ঘতম শাটডাউন অবসানের পথে। ছবি: সিবিএস নিউজ

মার্কিন সরকারের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন বা অচলাবস্থার অবসান ঘটাতে প্রয়োজনীয় বিল পাস করেছে সিনেট। সোমবার (১০ নভেম্বর) ৬০৪০ ভোটে পাস হওয়া প্রস্তাবে সরকারের অর্থায়ন ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন বিলটি যাবে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে, যেখানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। স্পিকার মাইক জনসন জানিয়েছেন, বুধবারের মধ্যেই বিলটি পাস করিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে। ট্রাম্প এই চুক্তিকেখুব ভালোবলেছেন।

সমঝোতা অনুযায়ী অক্টোবর মেয়াদোত্তীর্ণ ফেডারেল সংস্থাগুলোর অর্থায়ন পুনরায় চালু হবে এবং ট্রাম্পের সরকারি কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনা অন্তত ৩০ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। ফলে কয়েক সপ্তাহ ধরে চলা শাটডাউনের কারণে স্থবির প্রশাসনিক কার্যক্রম বিলম্বিত বেতনপ্রাপ্ত সরকারি কর্মীরা আপাতত স্বস্তি পাবেন।

চুক্তিতে স্বাস্থ্য ভর্তুকি বহাল রাখার বিষয়টি অন্তর্ভুক্ত না হওয়ায় ডেমোক্র্যাটদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। সিনেটের ডেমোক্র্যাট নেতা ডিক ডারবিন বলেন, ‘আমরা আরও কিছু করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি।তবে সমঝোতায় স্ন্যাপ খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত করা হয়েছে, যাতে সরকার আবার বন্ধ হলেও সহায়তা বন্ধ না হয়।

রয়টার্সইপসসের জরিপ অনুযায়ী, চলমান অচলাবস্থার জন্য ৫০ শতাংশ মার্কিন নাগরিক রিপাবলিকানদের দায়ী করছেন, আর ৪৩ শতাংশ দায় দিচ্ছেন ডেমোক্র্যাটদের। বিশ্লেষকদের মতে, সিনেটের সমঝোতা শাটডাউনের রাজনৈতিক দায় কিছুটা হলেও কমাতে পারে ট্রাম্প প্রশাসনের।

তথ্যসূত্র: সিবিএস নিউজ, রয়টার্স