পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত
মাইলস্টোন স্কুল ও কলেজের ওপর যুদ্ধবিমান বিধ্বস্তের মূল কারণ হিসেবে তদন্তে পাইলটের উড্ডয়ন ত্রুটিকে করা হয়েছে। দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, যাদের বেশির ভাগই স্কুলের কোমলমতি শিক্ষার্থী।
মাইলস্টোন স্কুল ও কলেজের ওপর যুদ্ধবিমান বিধ্বস্তের মূল কারণ হিসেবে তদন্তে পাইলটের উড্ডয়ন ত্রুটিকে করা হয়েছে। দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, যাদের বেশির ভাগই স্কুলের কোমলমতি শিক্ষার্থী।
তদন্ত কমিটি বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বিমান চলাচলের প্রশিক্ষণ ঢাকা শহরের মধ্যে হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
কমিটি মোট ১৫০ জন সাক্ষী ও বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে, ১৬৮টি তথ্য উদঘাটন করেছে এবং ৩৩টি সুপারিশ করেছে। যার মধ্যে আছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে বিমানবাহিনীর সব প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনা করার সুপারিশও।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, মাইলস্টোনের ভবনটি রাজউক-এর নির্মাণ মানদণ্ড অনুযায়ী তৈরি হয়নি। একাধিক সিঁড়ি থাকলে হতাহতের সংখ্যা কমতে পারত। এছাড়া, বরিশাল ও বগুড়া বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের পরামর্শও দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: বিডিনিউজ ২৪