গাজায় আহত দুই শিশু চিকিৎসার জন্য নর্থ টেক্সাসে

গাজা উপত্যকায় যুদ্ধজনিত আঘাতে ক্ষতিগ্রস্ত দুই ফিলিস্তিনি শিশু 'জীবনরক্ষাকারী চিকিৎসা' গ্রহণের উদ্দেশ্যে রবিবার উত্তর টেক্সাসে এসে পৌঁছেছে।

Aug 7, 2025 - 15:02
গাজায় আহত দুই শিশু চিকিৎসার জন্য নর্থ টেক্সাসে
রবিবার ডিএফডব্লিউ এয়ারপোর্টের টার্মিনাল ডিতে গাজা থেকে চিকিৎসার জন্য টেক্সাসে আসা দুই শিশুর একজন—জুহায়ের, তার পেছনে দাঁড়িয়ে নিসরিন হাজাজ, ছবি: ডালাস মর্নিং

গাজা উপত্যকায় যুদ্ধজনিত আঘাতে ক্ষতিগ্রস্ত দুই ফিলিস্তিনি শিশু 'জীবনরক্ষাকারী চিকিৎসা' গ্রহণের উদ্দেশ্যে রবিবার নর্থ টেক্সাসে এসে পৌঁছেছে।

৭ বছরের জুহায়ের ও ১৪ বছরের আনোয়ার গাজা থেকে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে এসেছে। তারা এমন একটি দলের অংশ, যাদের অনেকেই গাজা যুদ্ধের কারণে গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য এখানে এসেছে। এই তথ্য জানিয়েছেন হিল প্যালেস্টাইন-এর ডালাস শাখার কমিউনিটি আউটরিচ সমন্বয়কারী নিসরিন হাজাজ।

এই অলাভজনক সংস্থার লক্ষ্য হলো ফিলিস্তিনি শিশু ও পরিবারগুলোর জন্য জরুরি সহায়তা এবং দীর্ঘমেয়াদী সাপোর্ট প্রদান। সম্প্রতি সরিয়ে নেওয়া তিন ডজন ব্যক্তির মধ্যে ১১ জনই শিশু, জানান হাজাজ।

হাজাজ বলেন, 'এই শিশুদের অনেকেই আজীবনের জন্য পরিবর্তিত জীবনের মূল্য দিচ্ছে – কেউ হাত হারাচ্ছে, কেউ পা। এটা ভীষণ হৃদয়বিদারক। এই শিশুরা এই সংঘাতের কোনো অংশ নয়, তবুও তারাই ভুক্তভোগী। মনে হয় বিশ্ব আরও ভালো কিছু করতে পারে।'

নর্থ টেক্সাসে আগমন
রবিবার ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের ‘ডি টার্মিনালে’ একদল মানুষ শিশু দুটির আগমনের অপেক্ষায় ছিল। তারা ফিলিস্তিনের পতাকা নাড়াচ্ছিল এবং সমর্থনসূচক প্ল্যাকার্ড হাতে রাখছিল।

হিল প্যালেস্টাইন-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুজন শিশুই ইসরায়েলি বিমান হামলার সময় আহত হয়েছিল।

আনোয়ার একটি বিমান হামলা থেকে পালানোর সময় আহত হয়, যার ফলে তার একটি পা কেটে ফেলতে হয়। তার অন্যান্য আঘাতও রয়েছে। আগে সে একজন 'উদ্যমী সাঁতারু' ছিল; সে আবারও জলে ফিরতে চায়।

জুহায়ের একটি বোমা বিস্ফোরণে আহত হয়, যা তার বাড়ি ধ্বংস করে দেয়। তার হাতে ও পায়ে বহুবার অস্ত্রোপচার করা হয়েছে। তারা উভয়েই মায ও ভাইবোনদের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক ফ্লাইটের পর উত্তর টেক্সাসে এসে পৌঁছেছে।

সংবাদকর্মীদের সামনে বসে আনোয়ার এক হালকা কিন্তু উষ্ণ হাসি দেখায়। তবে দুই শিশু কোনো কথা বলেনি, তাদের মায়েরা অনুবাদকের মাধ্যমে সাংবাদিকদের সাথে কথা বলেন।

জুহায়েরের মা বারাআ জানান, বিমানটি নামার সঙ্গে সঙ্গে তার প্রথম অনুভূতি ছিল 'নিরাপত্তা।' তিনি বলেন, তারা আর 'বোমাবর্ষণের নিচে' নয় বা 'ক্ষুধার কষ্টে ভুগছে না।' তারা মাসের পর মাস না খেয়ে ছিলেন, কিন্তু এখন আমেরিকায় এসে তারা নিরাপদ, সুরক্ষিত এবং 'এখানে থাকতে পেরে খুব খুশি।'

চিকিৎসা ও পুনর্বাসন
দুই শিশু ডালাসে অবস্থিত স্কটিশ রাইট ফর চিলড্রেন হাসপাতালে চিকিৎসা পাবে বলে জানান আয়োজকরা।

হাজাজ বলেন, গাজা থেকে সরিয়ে নেওয়া এই শিশুরা শুধু শারীরিক আঘাতেই নয়, মারাত্মক অপুষ্টি ও মানসিক ট্রমাতেও ভুগছে। গাজার স্বাস্থ্যব্যবস্থার 'সম্পূর্ণ ভেঙে পড়ার'কারণে এ ধরণের 'বিশেষায়িত চিকিৎসা' সেখানে আর পাওয়া যাচ্ছে না।

হিল প্যালেস্টাইন হলো কয়েকটি সংগঠনের একটি যারা সরাসরি শিশুদের যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য নিয়ে আসছে।

জুহায়ের ও আনোয়ারের মতো আরও গাজাবাসী শিশু রবিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে এসে পৌঁছেছে। তারা সবাই শারীরিক আঘাত থেকে সেরে উঠবে এবং মানসিক ট্রমা কাটিয়ে ওঠার জন্য মনোচিকিৎসা পাবে।

হাজাজ বলেন, 'আমরা নিজেদের খুবই সৌভাগ্যবান ও আশীর্বাদপ্রাপ্ত মনে করি যে এই শিশুরা আমাদের দেশে এসেছে। আমাদের পুরো কমিউনিটি তাদের দেখভাল করবে। আমাদের রয়েছে স্বেচ্ছাসেবী ডাক্তার, মনোবিদ এবং কমিউনিটির স্বেচ্ছাসেবীরা যারা এই শিশুদের পুনর্বাসনে সহায়তা করবে এবং স্বাভাবিক জীবনে ফেরার জন্য পাশে থাকবে।'

সূত্র: ডালাস মর্নিং