ডেন্টন যেন টেক্সাসের হ্যালোইন রাজধানী

ডেন্টন শহর পুরো অক্টোবর ‘টেক্সাসের হ্যালোইন রাজধানী’ হিসেবে উদযাপন করছে। রাস্তা, সাইনবোর্ড ও বিভিন্ন স্থাপনা হ্যালোইন থিমে সাজানো।

Oct 31, 2025 - 01:28
ডেন্টন যেন টেক্সাসের হ্যালোইন রাজধানী
ডেন্টনের মানুষ হ্যালোইনের মাধ্যমে তাদের সৃজনশীলতা দেখাচ্ছে। ছবি: এনবিসি

ডেন্টন শহর পুরো অক্টোবরটেক্সাসের হ্যালোইন রাজধানী’ হিসেবে উদযাপন করছে। রাস্তা, সাইনবোর্ড বিভিন্ন স্থাপনা হ্যালোইন থিমে সাজানো।

শহর স্থানীয় ব্যবসায়ীরা গার্ডেন অব ভিলেন, স্ক্যারি চেয়ারি অরচার্ড, মাদ সায়েন্টিস্ট মেজ সৃজনশীল গ্রেভইয়ার্ডসহ তিন শটিরও বেশি ইভেন্ট আয়োজন করেছে।

ডেন্টনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ডাস্টিন স্টার্নবেক বলেন, ‘আমাদের কমিউনিটি হ্যালোইনের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা প্রকাশ করছে।

গত বছর অক্টোবর মাসে শহরে ১৪০,০০০ জন পর্যটক আসেন। আর তাতে ১৫ মিলিয়ন ডলার বিক্রয় কর আয়ে পরিণত হয়।

ডেন্টন এখন পুরো রাজ্যজুড়ে হ্যালোইনের জন্য পরিচিতি অর্জন করেছে, আর শহরবাসী উপভোগ করছে মাসব্যাপী উৎসবের আনন্দ।

তথ্যসূত্র: এনবিসি