ডালাসে ল্যান্ডমার্ক রিসোর্ট গড়তে চায় ক্যাসিনো জায়ান্ট স্যান্ডস
ডালাসে মাল্টি–বিলিয়ন ডলারের ল্যান্ডমার্ক রিসোর্ট গড়তে চাইছে লাস ভেগাস স্যান্ডস। সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডসের মতোই হোটেল, ক্যাসিনো, কনভেনশন সেন্টার ও বৃহৎ বিনোদন সুবিধা নিয়ে এই প্রকল্প তারা দাঁড় করাতে চায় টেক্সাসে।
ডালাসে মাল্টি–বিলিয়ন ডলারের ল্যান্ডমার্ক রিসোর্ট গড়তে চাইছে লাস ভেগাস স্যান্ডস। সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডসের মতোই হোটেল, ক্যাসিনো, কনভেনশন সেন্টার ও বৃহৎ বিনোদন সুবিধা নিয়ে এই প্রকল্প তারা দাঁড় করাতে চায় টেক্সাসে।
স্যান্ডস ২০২২ সালে লাস ভেগাসের নিজের সম্পত্তি বিক্রি করে যুক্তরাষ্ট্রে নতুন ‘ফ্ল্যাগশিপ’ খুঁজছে, যার প্রধান লক্ষ্য এখন ডালাস। সম্ভাব্য লোকেশন হিসেবে উঠে এসেছে ট্রিনিটি গ্রোভস, সাবেক টেক্সাস স্টেডিয়াম সাইট, ডিজাইন ডিস্ট্রিক্টের ম্যাভেরিকস প্র্যাকটিস অ্যারেনা ও ফেয়ার পার্ক।
তবে এর আগে টেক্সাসে জুয়ার আইনি অনুমোদন লাগবে, আর স্থানীয় কর্তৃপক্ষকেও প্রকল্পে রাজি হতে হবে।
এনবিসি ৫-কে দেওয়া সাক্ষাৎকারে কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি অ্যাবাউড বলেন, ডালাসই একমাত্র জায়গা যেখানে মারিনা বে স্যান্ডসের সমমানের রিসোর্ট সম্ভব। ৫.৬ বিলিয়ন ডলারের সেই আইকনিক রিসোর্ট বছরে ৩৮ মিলিয়ন পর্যটক টানে ।
তবে ক্যাসিনো ও হোটেল রিসোর্ট পরিচালনাকারী বহুজাতিক করপোরেশনে লাস ভেগাস স্যান্ডসের সামনে বড় দুটি বাধা-টেক্সাসে ক্যাসিনো জুয়া এখনো নিষিদ্ধ, আর স্থানীয় পর্যায়ে তীব্র বিরোধিতাও রয়েছে। মার্চে আরভিংয়ে টেক্সাস স্টেডিয়াম সাইটে ক্যাসিনো প্রস্তাব জনরোষে ভেস্তে যায়।
তার পরও স্যান্ডস বলছে, তারা নিরুৎসাহিত নয় এবং ডালাস স্পটটি তাদের কাছে কৌশলগতভাবে সেরা। কেননা, মধ্যযুক্তরাষ্ট্রে অবস্থান এর, আছে দ্রুত বর্ধনশীল জনসংখ্যা। আছে বড় এয়ারপোর্ট ও শক্তিশালী ব্যবসাবান্ধব পরিবেশও।
কোম্পানির অবস্থান পরিষ্কার—মারিনা বে স্যান্ডস ধরনের প্রকল্প টিকিয়ে রাখতে ক্যাসিনো অপরিহার্য। অ্যাবাউডের ভাষায়, ‘ক্যাসিনোই রিসোর্টের বিশাল অবকাঠামোর বিল পরিশোধ করে। দিনের শেষে আমরা তো গেমিং ব্যবসাই করি।’
তথ্যসূত্র: এনবিসি ৫