দক্ষিণ ডালাসে মিলল এক বছর আগে নিখোঁজ নারীর গাড়ি

এক বছর আগে নিখোঁজ হওয়া ৮৮ বছর বয়সী মার্টল পলকের গাড়ি দক্ষিণ ডালাসের একটি খালের পাশে উদ্ধার করেছে পুলিশ। গাড়ি উদ্ধারের পর আবারও তল্লাশি অভিযান শুরু করেছে ডালাস পুলিশ।

Nov 6, 2025 - 13:41
দক্ষিণ ডালাসে মিলল এক বছর আগে নিখোঁজ নারীর গাড়ি
এক বছর ধরে নিখোঁজ মার্টল পলক। ছবি: ফক্স ফোর

এক বছর আগে নিখোঁজ হওয়া ৮৮ বছর বয়সী মার্টল পলকের গাড়ি দক্ষিণ ডালাসের একটি খালের পাশে উদ্ধার করেছে পুলিশ। গাড়ি উদ্ধারের পর আবারও তল্লাশি অভিযান শুরু করেছে ডালাস পুলিশ।

বুধবার কর্মকর্তারা সাউথ ল্যাঙ্কাস্টার রোডের ৫৬০০ ব্লকের কাছাকাছি ফাইভমাইল ক্রিক এলাকায় তল্লাশি চালান। সেখানেই পাওয়া যায় পলকের কালো ২০০৪ সালের লেক্সাস ইএস ৩৩০, যেটি তিনি ২০২৪ সালের জুনে শেষবার চালিয়েছিলেন।

পুলিশ সদস্য ঘোড়সওয়ার ইউনিট দিনভর খালের পাড়জুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ খুঁজে দেখেন। এক বিশেষ প্রশিক্ষিত কুকুরও পানিতে তল্লাশি চালায়।

ঘটনাস্থলে জড়ো হওয়া প্রতিবেশীরা জানান, তারা আশা করছেন এই উদ্ধার অভিযান পরিবারটিকে অবশেষে উত্তর খুঁজে দিতে পারবে। পারিবারিক বন্ধু ডিমেট্রা ডোনাল্ডসন বলেন, ‘এত মাস ধরে আমরা কোনো উত্তর পাইনি। এখন গাড়িটা সত্যিই তার বলে নিশ্চিত হওয়াএই বিষয়টাই সবচেয়ে বেদনাদায়ক।

পলক দক্ষিণ ওক ক্লিফ এলাকার পরিচিত মুখ ছিলেন। তার ছেলে ফিলিপ পলক জানান, ২০২৪ সালের ১০ জুন তিনি নিজের বাড়ি থেকে বের হয়েছিলেন, এরপর আর ফেরেননি। ফিলিপ আগেই জানিয়েছেন, তার মা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং গির্জার সক্রিয় সদস্য ছিলেন; কিছুদিন ধরে তার প্রারম্ভিক ডিমেনশিয়া ধরা পড়েছিল, যা হয়তো বিভ্রান্তির কারণ হয়েছিল।

পুলিশ এখনো জানাতে পারেনি কীভাবে বা কখন গাড়িটি খালের ধারে পৌঁছেছিল। স্থানীয় বাসিন্দা ভিনসেন্ট ব্রুকস বলেন, ‘বৃষ্টি হলে খালের স্রোত অনেক জোরে বয়ে যায়। আশা করি, যদি তিনি গাড়ির ভেতরে বা আশেপাশে থাকেন, তাকে খুঁজে পাওয়া যাবে।

মার্টল পলকের নিখোঁজ সংক্রান্ত কোনো তথ্য কারও জানা থাকলে তা ডালাস পুলিশ বিভাগে 214-671-4268 নম্বরে অথবা ৯১১- যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

তথ্যসূত্র:এনবিসি