স্কুলপ্রাঙ্গণে আইসিই’র প্রবেশ নিষিদ্ধের দাবি অভিভাবক ও শিক্ষকদের

ডালাসের দুইটি স্কুলের আশপাশে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (ICE) এজেন্টদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিভাবক, শিক্ষক এবং কমিউনিটির সদস্যরা ডালাস আইএসডি (DISD) বোর্ডের সভায় স্কুল এলাকা থেকে আইসিই কর্মকর্তাদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

Jun 27, 2025 - 02:30
স্কুলপ্রাঙ্গণে আইসিই’র প্রবেশ নিষিদ্ধের দাবি অভিভাবক ও শিক্ষকদের

ডালাসের দুইটি স্কুলের আশপাশে অভিবাসন শুল্ক প্রয়োগ সংস্থা (ICE) এজেন্টদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিভাবক, শিক্ষক এবং কমিউনিটির সদস্যরা ডালাস আইএসডি (DISD) বোর্ডের সভায় স্কুল এলাকা থেকে আইসিই কর্মকর্তাদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন

ডালাস মর্নিংয়ের এক প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে বাচম্যান লেক এলাকার জোসে মে এলিমেন্টারি এবং ফ্রান্সিসকো মেড্রানো জুনিয়র হাই স্কুলের আশেপাশে আইসিই এজেন্টদের দেখা যায় তবে আইসিই জানিয়েছে, তারা এলাকায় থাকলেও কোনো স্কুলে প্রবেশ করেনি

জোসে মে স্কুলের এক শিক্ষক সিনথিয়া লঙ্গোরিয়া বলেন, “স্কুলের বাইরে আইসিই এর গাড়ি দেখা মানেই আমাদের অভিবাসী পরিবারগুলোর কাছে এক প্রকারের হুমকির বার্তা

ডালাস আইএসডি মুখপাত্র নিনা লাখিয়ানি জানান, স্কুল ক্যাম্পাসে আইসিই কর্মকর্তাদের উপস্থিতির কোনো নিশ্চিত রিপোর্ট তাদের পুলিশ বিভাগে আসেনি তবে অননুমোদিত পুলিশের উপস্থিতি নিয়ে কিছু অভিযোগ আসলেও ডালাস আইএসডি পুলিশ গিয়ে কাউকে পায়নি

আইসিই মুখপাত্র ডেক্সটার হেনসন জানান, তারা সেই এলাকায় একটি অস্ত্র মামলার আসামির খোঁজে যান, তবে কোনো স্কুল ক্যাম্পাসে ঢোকেননি, এবং ওই সময় কোনো ছাত্র বা শিক্ষকও উপস্থিত ছিল না

তবেভেসিনোস ইউনিডোস ডিএফডব্লিউনামক একটি গ্রাসরুট সংগঠন বলছে, তারা সামাজিক মাধ্যমে যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছেঅনেক স্কুলের পার্কিং লটে আইসিই এর গাড়ি রয়েছে, এবং এতে পরিবারগুলো মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে

সংগঠনের কর্মী নোয়েমি হিমেনেজ বলেন, “আমাদের দাবি, শুধুমাত্র স্কুল ভবন নয়, বরং পুরো স্কুল এলাকাএমনকি পার্কিং লটওযেন নিরাপদ জায়গা হিসেবে ঘোষিত হয়

স্কুল বোর্ডের সভায় আরও বলা হয়, অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে আনতে ভয় পাচ্ছেন অনেকেই ফ্রি সামার ক্যাম্প বা খাবার নিতে আসছেন না

ডালাস আইএসডি ওয়েবসাইটের তথ্যানুসারে, পুলিশ জেলা আইনজীবীর অনুমতি ছাড়া কোনো বাহিনী স্কুলেরনন-পাবলিকএলাকায় প্রবেশ করতে পারে না। তবে এখন অভিভাবকরা চাচ্ছেন এই নিষেধাজ্ঞা স্কুলের পার্কিং এলাকাতেও কার্যকর হোক

একজন প্রাক্তন শিক্ষার্থী বিআত্রিজ কাস্তানেদা বলেন, “আমরা চাই না আমাদের আতঙ্ক ভবিষ্যতে বাস্তবে রূপ নেক আমাদের শিশুদের নিরাপত্তার জন্য এখনই ব্যবস্থা নিতে হবে

প্রাক্তন ডালাস আইএসডি ট্রাস্টি ক্যামিল হোয়াইট বলেন, “কমিউনিটি কী জানে বা ভাবে, তা আমরা সবসময় জানি না আজ রাতে যা শুনলাম, তা আমাকেও আতঙ্কিত করেছে

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন একটি দীর্ঘদিনের নীতিমালা বাতিল করে, যেখানে অভিবাসন সংস্থাগুলোর স্কুল গির্জার মতো জায়গায় অভিযান নিষিদ্ধ ছিল এই সিদ্ধান্তের পর থেকেই দেশজুড়ে অভিভাবক শিক্ষকদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে

টেক্সাসে আনুমানিক লাখ ১১ হাজার অনিবন্ধিত শিক্ষার্থী রয়েছেন ডালাস আইএসডি জানিয়েছে, যদি কোনো অভিভাবক গ্রেপ্তার হন, তাহলে একজন অনুমোদিত ব্যক্তি না আসা পর্যন্ত শিশুদের নিরাপদে রাখা হবে