ডালাসে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা

গত ২৭ এপ্রিল রবিবার “বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বিইএসটি)” — এর আয়োজনেডালাসের গ্র্যান্ড সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো ১৩তম ‘বৈশাখী মেলা ২০২৫’। বাংলা ভাষাভাষী, সংস্কৃতিপ্রেমীও সংগীতমনা প্রবাসীদের পদচারণায় মুখর হয়ে উঠে গোটা আয়োজনস্থল।

May 16, 2025 - 11:40

গত ২৭ এপ্রিল রবিবার বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বিইএসটি) এর আয়োজনেডালাসের গ্র্যান্ড সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো ১৩তমবৈশাখী মেলা ২০২৫ বাংলা ভাষাভাষী, সংস্কৃতিপ্রেমী সংগীতমনা প্রবাসীদের পদচারণায় মুখর হয়ে উঠে গোটা আয়োজনস্থল

মেলার প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের কিংবদন্তি রক ব্যান্ড মাইলস। ‘চাঁদ তারা সূর্য নও তুমি, ফিরিয়েদাও’, ‘আমারই প্রেম তুমি’, ‘ধিকি ধিকি আগুন জ্বলে’, ‘নীলা’সহ জনপ্রিয় সব গান পরিবেশন করে টানা দুইঘণ্টা মঞ্চ মাতিয়ে রাখে ব্যান্ডটিপ্রায় আড়াই হাজার দর্শক মাইলসের সঙ্গে গলা মিলিয়ে উপভোগ করেনপ্রিয় গানগুলোব্যান্ডটির প্রয়াত সদস্য শাফিন আহমেদকে শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হয় গানসেই কোনদরদিয়া আমার’।

ছাড়া মঞ্চে সংগীত পরিবেশন করেন ডালাসের জনপ্রিয় স্থানীয় শিল্পীরা নশীন শর্মিলী, শাখওয়াতহোসেন জুয়েল, নাশিতা তাহসিন খান এবং নিশাত সুলতানা তুলি

মেলায় প্রায় ৪০টি দেশীয় পণ্যের স্টল ছিলশাড়ি, গয়না, হস্তশিল্পসহনানা ধরনের পসরা স্থান পেয়েছিল এইআয়োজনেপাশাপাশি খাবারের স্টলগুলোতেও ছিল ভরপুর দেশি স্বাদের আয়োজন

বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বিইএসটি) ২০১০ সাল থেকে নিয়মিতভাবে এই বৈশাখীমেলার আয়োজন করে আসছেআয়োজকদের মতে, আগামী বছর ১৪তম বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল, শনিবার

অনলাইন ডেস্ক