ডালাসের তাপমাত্রা তিন অঙ্ক ছুঁতে পারে রোববারেই
উত্তর টেক্সাসে আবারও শুরু হতে যাচ্ছে প্রচণ্ড গরম। আবহাওয়াবিদরা বলছেন, ডালাস-ফোর্ট ওর্থে এ বছর এখনো তাপমাত্রা ৯৫ ডিগ্রির বেশি ওঠেনি, কিন্তু এই সপ্তাহের শেষ দিকে সেটা ১০০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

উত্তর টেক্সাসে আবারও শুরু হতে যাচ্ছে প্রচণ্ড গরম। আবহাওয়াবিদরা বলছেন, ডালাস-ফোর্ট ওর্থে এ বছর এখনো তাপমাত্রা ৯৫ ডিগ্রির বেশি ওঠেনি, কিন্তু এই সপ্তাহের শেষ দিকে সেটা ১০০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।
বুধবার থেকে গরম বাড়তে শুরু করবে। পূর্ব উপকূলে যে তাপপ্রবাহ চলছে (হিট ডোম), সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে পশ্চিম দিকে সরে আসবে বলে ধারণা করা হচ্ছে। ফোর্ট ওর্থের জাতীয় আবহাওয়া দপ্তরের মতে, বুধবার তাপমাত্রা থাকবে মৌসুম অনুযায়ী স্বাভাবিক, প্রায় ৯৪ ডিগ্রি ফারেনহাইট। তবে রোববারের মধ্যে তা ধীরে ধীরে বেড়ে ১০০ ডিগ্রি ছুঁতে পারে।
যদি রোববার ১০০ ডিগ্রি হয়, তাহলে সেটাই হবে চলতি বছরের প্রথম ‘ট্রিপল ডিজিট’ (তিন অঙ্কের) গরমের দিন। তবে এটা অস্বাভাবিক কিছু না। গত ৩০ বছরে কখনো এ গরম এসেছে এপ্রিল মাসে, আবার কখনো আগস্টেও। গড় হিসেবে এই তাপমাত্রা আসে জুলাইয়ের শুরুর দিকে।
এই দিন থেকেই শুরু হতে পারে গরমের দিনের গণনা, যেটা দিয়ে বোঝা হয় গ্রীষ্মকাল কতটা গরম ছিল। ২০২২ ও ২০২৩ সালে অনেক বেশি গরম পড়েছিল, কিন্তু গত বছর তুলনামূলকভাবে কিছুটা সহনীয় ছিল।
এই গরম কতদিন চলবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী দুই সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতেও পারে।
তাই উত্তর টেক্সাসের বাসিন্দাদের এখন থেকেই গরমের প্রস্তুতি নিতে বলা হয়েছে, তবে কিছুটা স্বস্তির খবরও আছে— এই গরম বেশি দিন স্থায়ী নাও হতে পারে।