উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, শাহজালালে সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ

উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে, ঢাকা থেকে সিঙ্গাপুরগামী একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার সকাল ৮টা ৫৯ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে

Jun 27, 2025 - 20:07
উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, শাহজালালে সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত

উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে, ঢাকা থেকে সিঙ্গাপুরগামী একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার সকাল ৮টা ৫৯ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যম ডেইলিস্টার জানিয়েছে, বিমানের বিজি ৫৮৪ ফ্লাইটের অধীনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের একটি বিমান সকাল  ৮টা ৩৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এতে  ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন। কিন্তু ২৫০০ ফুট উচ্চতায় ওঠার পর বিমানের  ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলট আবার ঢাকায় ফিরে আসবার সিদ্ধান্ত নেন এবং সকাল ৮টা ৫৯ মিনিটে বিমানটি সফলভাবে অবতরণ করাতে সক্ষম হন।

সকল যাত্রী এবং ক্রু সদস্য নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।