লুইসভিল লেকে ডুবে এক নারীর মৃত্যু

রবিবার সকালে লুইসভিল লেক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। টেক্সাস পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্টের মুখপাত্র স্টেফানি গার্সিয়া জানিয়েছেন, সেদিন ভোরে লুইসভিল লেকে ডুবে যাওয়ার একটি ঘটনার খবর পেয়ে টেক্সাস গেম ওয়ার্ডেনরা ঘটনাস্থলে পৌঁছান।

Jul 14, 2025 - 08:04
লুইসভিল লেকে ডুবে এক নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রবিবার সকালে লুইসভিল লেক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। টেক্সাস পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্টের মুখপাত্র স্টেফানি গার্সিয়া জানিয়েছেন, সেদিন ভোরে লুইসভিল লেকে ডুবে যাওয়ার একটি ঘটনার খবর পেয়ে টেক্সাস গেম ওয়ার্ডেনরা ঘটনাস্থলে পৌঁছান।

লুইসভিল পুলিশ বিভাগ বলেছে, ওই নারীর বন্ধুদের খুঁজে না পেয়ে তাঁরা তাকে নিখোঁজ বলে রিপোর্ট করেন। 

ওই নারী একটি ব্যক্তিগত নৌযানের স্লিপ থেকে আরেকটিতে হেঁটে যাচ্ছিলেন। পরবর্তীতে সকাল ৭টা ৩৪ মিনিটের দিকে একটি ব্যক্তিগত নৌযান স্লিপের কাছাকাছি পানিতে তাঁর মরদেহ পাওয়া যায়।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সময় ওই নারীর পরনে লাইফ জ্যাকেট ছিল না। যদিও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সন্দেহ নেই, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ডুবে যাওয়ার পেছনে মদ্যপান একটি ভূমিকা রাখতে পারে।

সাম্প্রতিক সময়ে লুইসভিলে লেকে এটি দ্বিতীয় মৃত্যুর খবর। জুন মাসে ২৮ বছর বয়সী ক্লিভল্যান্ড হোয়াইটসাইড একই লেকে ডুবে মারা যান।

সূত্র: ডালাস মর্নিং নিউজ