ডালাসে ডার্ট ট্রেনে তর্কের এক পর্যায়ে গুলি, একজনের মৃত্যু
সোমবার রাতে, ডালাসের মার্কেট সেন্টার স্টেশনের কাছে ডিএআরটি ট্রেনে তর্কের এক পর্যায়ে গুলি চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে। নিহতের নাম জানা গেছে ড্যানিয়েল টম গর্মলি (৫৩)। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত রেল অপারেটর এক সময় গর্মলিকে একজন সন্দেহভাজনকে ট্রেন থেকে নামতে বলতে দেখেন, এরপর সেই ব্যক্তি তিন রাউন্ড গুলি চালান।

সোমবার রাতে, ডালাসের মার্কেট সেন্টার স্টেশনের কাছে ডিএআরটি ট্রেনে তর্কের এক পর্যায়ে গুলি চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে। নিহতের নাম জানা গেছে ড্যানিয়েল টম গর্মলি (৫৩)। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত রেল অপারেটর এক সময় গর্মলিকে একজন সন্দেহভাজনকে ট্রেন থেকে নামতে বলতে দেখেন, এরপর সেই ব্যক্তি তিন রাউন্ড গুলি চালান।
ফক্স ফোরের এক প্রতিবেদন অনুযায়ী, ডার্ট পুলিশ রাত প্রায় ১০টা ১৫ মিনিটে মার্কেট সেন্টার স্টেশনে পৌঁছান। ট্রেনের ভেতরে গর্মলিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে উদ্ধার করার চেষ্টা করা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজন ক্রিস্টোফার ক্লেমসন অ্যাকিনসনকে ঘটনাস্থলের কাছ থেকে গ্রেফতার করে। তাকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে।
ডিএআরটি পুলিশ চিফ ক্যাটো এক বিবৃতিতে বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল, তবে আমরা এগুলোকে খুবই গুরুত্বসহকারে নিই। আমাদের অঙ্গীকার হলো রাইডার, কর্মী ও কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করা।”
পুলিশ জানায়, এখনও স্পষ্ট নয় গর্মলি ও অ্যাকিনসনের মধ্যে পূর্বপরিচয় ছিল কি না এবং তাদের তর্কের বিষয় কী ছিল। এই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।