Tag: ডার্ট ট্রেন

ডালাসে ডার্ট ট্রেনে তর্কের এক পর্যায়ে গুলি, একজনের মৃত্যু

সোমবার রাতে, ডালাসের মার্কেট সেন্টার স্টেশনের কাছে ডিএআরটি ট্রেনে তর্কের এক পর্যায়ে গুলি চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে। নিহতের নাম জানা গেছে ড্যানিয়েল টম গর্মলি (৫৩)। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত রেল অপারেটর এক সময় গর্মলিকে একজন সন্দেহভাজনকে ট্রেন থেকে নামতে বলতে দেখেন, এরপর সেই ব্যক্তি তিন রাউন্ড গুলি চালান।