ডালাসে আবার আসছেন জেমস, প্লেনোতে আয়োজন ‘অধ্যায় ২’
আগামী ১৪ জুন শনিবার টেক্সাসের ডালাসে পারফর্ম করতে যাচ্ছেন খ্যাতনামা রক সংগীতশিল্পী জেমস। ‘জেমস ইন ডালাস – অধ্যায় ২’ শীর্ষক আয়োজনটি অনুষ্ঠিত হবে প্লেনো ইভেন্ট সেন্টারে। কনসার্টটি শুরু হবে সন্ধ্যা ৫ টায়।

আগামী ১৪ জুন শনিবার টেক্সাসের ডালাসে পারফর্ম করতে যাচ্ছেন খ্যাতনামা রক সংগীতশিল্পী জেমস। ‘জেমস ইন ডালাস – অধ্যায় ২’ শীর্ষক আয়োজনটি অনুষ্ঠিত হবে প্লেনো ইভেন্ট সেন্টারে। কনসার্টটি শুরু হবে সন্ধ্যা ৫ টায়।
এর আগে, ২০২৩ সালে প্রথমবারের মতো ডালাসে পারফর্ম করেন জেমস। আয়োজকেরা জানিয়েছেন, জেমসের প্রথম কনসার্টটি ব্যাপক সফল হওয়ায় এবারের কনসার্টটি আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এই আয়োজনকে ঘিরে ডালাসের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। টিকিটের সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত টিকিট সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ হতে। টিকিট পাওয়া যাবে এই লিংকে।