টেক্সাসে হুপিং কাশির সংক্রমণ বাড়ছে, আক্রান্তের বেশিরভাগই শিশু

টেক্সাসে হুপিং কাশির সংক্রমণ এক দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, সামনের ঠান্ডা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

Nov 15, 2025 - 14:02
টেক্সাসে হুপিং কাশির সংক্রমণ বাড়ছে, আক্রান্তের বেশিরভাগই শিশু
রাজ্যজুড়ে অক্টোবর পর্যন্ত প্রায় ৩ হাজার ৫০০ জন হুপিং কাশিতে আক্রান্ত হয়েছেন। ছবি: ফক্স ফোর

টেক্সাসে হুপিং কাশির সংক্রমণ এক দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, সামনের ঠান্ডা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

রাজ্যজুড়ে অক্টোবর পর্যন্ত প্রায় হাজার ৫০০ জন হুপিং কাশিতে আক্রান্ত হয়েছেন, যা গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।

টেক্সাস ডিপার্টমেন্ট অব স্টেট হেলথ সার্ভিসেসের প্রাথমিক তথ্য অনুযায়ী আক্রান্তদের ৮৫ শতাংশই শিশু। এক বছরের কম বয়সী শিশুদের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি; আক্রান্ত শিশুদের প্রায় একতৃতীয়াংশকে হাসপাতালে নিতে হয়েছে। চলমান এই প্রাদুর্ভাবে দুই শিশুর মৃত্যুও হয়েছে।

ডালাসের পেডিয়াট্রিক অ্যাসোসিয়েটসএর শিশুরোগ বিশেষজ্ঞ . চার্লস ডানল্যাপ বলেন, সংক্রমণ বাড়ার অন্যতম কারণ টিকা গ্রহণের হার কমে যাওয়া। তার ভাষায়, ‘মহামারির আগে স্কুলপড়ুয়া শিশুদের প্রায় ৯৫ শতাংশই হুপিং কাশির টিকা নিত। এখন সেই হার কমে ৯৩ শতাংশের নিচে। দুই শতাংশ কম মনে হলেও, এই সামান্য ব্যবধানই হার্ড ইমিউনিটিতে বড় প্রভাব ফেলে।

চিকিৎসকদের ধারণা, শীত যত বাড়বে, শ্বাসপ্রশ্বাসজনিত রোগের সংক্রমণও তত বাড়বে। তাই সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বর্ডেটেলা পারটুসিস নামের ব্যাকটেরিয়া জনিত এই রোগ প্রথমে সাধারণ ঠান্ডার মতো শুরু হয়। পরে তা তীব্র কাশিতে রূপ নেয়, যা সপ্তাহের পর সপ্তাহ চলতে পারে। কাশি মাঝরাতে হঠাৎ বেড়ে গিয়ে শিশুর শ্বাসকষ্ট তীব্র করে তুলতে পারে। অবস্থায় শিশুকে হাসপাতালের জরুরী বিভাগে যাওয়ার পরামর্শ দিয়েছেন . ডানল্যাপ। মাস থেকে ১২ বছর বয়সী শিশুদের পারটুসিসের বিরুদ্ধে পাঁচটি ডোজ টিকা নেওয়ার পরামর্শও দেয়া হয়েছে।

তথ্যসূত্র: ফক্স ফোর