নিউইয়র্ক মেয়র নির্বাচনে ভোটগ্রহণ চলছে, কখন জানা যাবে ফলাফল

নিউইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচনের জন্য শহরের ভোটাররা কেন্দ্রগুলোয় রওনা হয়েছেন। মেয়র নির্বাচনে ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানির এগিয়ে থাকার পূর্বাভাস। আর প্রাক্তন গভর্নর ও স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো ঘনিষ্ঠভাবে তার পেছনে।

Nov 4, 2025 - 15:26
নিউইয়র্ক মেয়র নির্বাচনে ভোটগ্রহণ চলছে, কখন জানা যাবে ফলাফল
ভোট দেওয়ার সময় ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের উপস্থিতি। ছবি: নিউইয়র্ক পোস্ট

নিউইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচনের জন্য শহরের ভোটাররা কেন্দ্রগুলোয় রওনা হয়েছেন। মেয়র নির্বাচনে ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানির এগিয়ে থাকার পূর্বাভাস। আর প্রাক্তন গভর্নর স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো ঘনিষ্ঠভাবে তার পেছনে।

সকাল ৬টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত ভোট দিতে পারবেন নিউইয়র্কের ভোটাররা। এবার ভোট দেওয়া নিয়ে বেশি উৎসাহ ভোটারদের মধ্যে। নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই .১৯ মিলিয়ন ভোট পড়ে গেছে, যা ২০২১ সালের পুরো মেয়র নির্বাচনের মোট ভোটের চেয়ে বেশি।

নিউইয়র্ক শহরের ৪৭ লাখ ভোটারের প্রায় লাখ ৩৫ হাজার আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউইয়র্ক শহরে এটিই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা।

শহরের অ্যাস্টোরিয়া এলাকায় একটি কেন্দ্রে ভোট দেন মামদানি। তার সঙ্গে ছিলেন স্ত্রী রামা দুয়াজি। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো ভোট দিতে যান স্থানীয় সময় সকাল ১০টার দিকে।

ভোট চলাকালে নিউইয়র্ক সিটির ভোটকেন্দ্রে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আইন প্রয়োগকারী সূত্রের মতে, বিগ অ্যাপল ভোটকেন্দ্রে ছিনতাইয়ের ঘটনা তদন্ত করছে এনওয়াইপিডি এবং এফবিআই। তদন্তের আওতায় রয়েছে হ্যারলেমসহ কয়েকটি ভোটকেন্দ্রে বোমা মারার হুমকি দিয়ে করা ইমেইলও।

তো কখন জানা যাবে নিউইয়র্ক মেয়র নির্বাচনের ফলাফল? ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফলাফল আসতে শুরু করবে। তবে রাত ১০টার আগে মেয়র নির্বাচনে বিজয়ীর নাম ঘোষণা করা হবে না বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট, সিএনএন