ডালাসে ‘ধন্যবাদ’ না বলাকে কেন্দ্র করে এক নারীকে গুলি করে হত্যা

ডালাসে এক নারীর মৃত্যু নিয়ে শোক ও ক্ষোভে ভেঙে পড়েছে তার পরিবার। ‘ধন্যবাদ’ না বলাকে কেন্দ্র করে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডকে ভুক্তভোগীর মা ‘অযৌক্তিক ট্র্যাজেডি’ ও ‘অন্তহীন এক দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন।

Oct 13, 2025 - 14:21
ডালাসে ‘ধন্যবাদ’ না বলাকে কেন্দ্র করে এক নারীকে গুলি করে হত্যা
ছেলে ডেরিয়ন (বামে) উইলিয়ামসের সঙ্গে সিসিলিয়া সিম্পসন। ছবি: ফক্স ফোর

ডালাসে এক নারীর মৃত্যু নিয়ে শোক ক্ষোভে ভেঙে পড়েছে তার পরিবার।ধন্যবাদ’ না বলাকে কেন্দ্র করে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে ভুক্তভোগীর মাঅযৌক্তিক ট্র্যাজেডি’ ওঅন্তহীন এক দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন।

পুলিশ জানায়, সিসিলিয়া সিম্পসন, পরিবারের কাছে যার ডাকনামসিসি’, পেটস্মার্ট স্টোরের বাইরে কিওনা হ্যাম্পটনের গুলিতে নিহত হন। সিসি দোকানের দরজা খুলে ধরেছিলেন হ্যাম্পটনের জন্য, কিন্তু হ্যাম্পটন কোনোধন্যবাদনা বলায় তার সঙ্গে বিষয়টি নিয়ে সিসি কথা বলেন। এতে দুজনের মধ্যে তর্কাতর্কির শুরু। এক পর্যায়ে সিসি দোকানের ভেতরে গিয়ে কর্মীদের জানান, কেউ তাকে অনুসরণ করছে।

এরপর কিওনা হ্যাম্পটন দোকানে ঢুকে সিসির গাড়ির দিকে বোতল ছুড়ে মারেন। পরে পার্কিং লটে মারামারির একপর্যায়ে গুলি করা হয় সিসিকে। ঘটনাস্থলেই মারা যান সিসি। অভিযুক্ত হ্যাম্পটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক সহিংসতার অভিযোগে এর আগেও আটক হয়েছিলেন হ্যাম্পটন।

সিসির মেয়ে হামলার সময় তার সঙ্গে ছিল এবং পুরো ঘটনাটি সামনে দেখেছে। সিসির মা লেসলি উইকওয়্যার জানান, নাতনির ফোনেই তিনি জানতে পারেন, তার মেয়েকে খুন করা হয়েছে। তিনি বলেন, ‘এটা এমন এক দুঃস্বপ্ন, যা থেকে কখনও বেরিয়ে আসা যাবে না।’ ঘটনাটিকে অর্থহীন এড ট্র্যাজেডি হিসেবেও বর্ণনা করেন তিনি।

সিসির ১৬ বছর বয়সী ছেলে ডেরিয়ন উইলিয়ামস ভেবে পাচ্ছেন না, তার মা কী এমন করেছেন যে, তাকে গুলি করে মারা হলো!

এখন পরিবার চেষ্টা করছে যথেষ্ট অর্থ জোগাড় করতে, যাতে সিসির মেয়ে এবং ছেলে-উভয়েই এই ট্র্যাজেডির পর প্রয়োজনীয় কাউন্সেলিং মানসিক সহায়তা পেতে পারে

তথ্যসূত্র: ফক্স ফোর