হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আজ, ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ (১৩ নভেম্বর) নির্ধারণ করবে।

Nov 12, 2025 - 23:33
হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আজ, ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা
ট্রাইব্যুনাল চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

গত বছরের জুলাইআগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ (১৩ নভেম্বর) নির্ধারণ করবে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল তারিখ ঘোষণা করবেন। উপলক্ষে ট্রাইব্যুনাল চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, বিজিবি গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রবেশপথে বসানো হয়েছে আর্চওয়ে, এবং আগত সবাইকে তল্লাশি শেষে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

মামলার একমাত্র হাজির আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সকালে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। তিনি রাজসাক্ষী হিসেবে নিজের দায় স্বীকার করে ইতোমধ্যে সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্র আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত ২৩ অক্টোবর আজকের দিনটি রায় ঘোষণার তারিখ জানানোর জন্য নির্ধারণ করে ট্রাইব্যুনাল। পলাতক রয়েছেন শেখ হাসিনা আসাদুজ্জামান খাঁন কামাল।

তথ্যসূত্র: টিবিএস