হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আজ, ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা
গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ (১৩ নভেম্বর) নির্ধারণ করবে।
গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ (১৩ নভেম্বর) নির্ধারণ করবে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ তারিখ ঘোষণা করবেন। এ উপলক্ষে ট্রাইব্যুনাল চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রবেশপথে বসানো হয়েছে আর্চওয়ে, এবং আগত সবাইকে তল্লাশি শেষে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।
এ মামলার একমাত্র হাজির আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সকালে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। তিনি রাজসাক্ষী হিসেবে নিজের দায় স্বীকার করে ইতোমধ্যে সাক্ষ্য দিয়েছেন।
রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত ২৩ অক্টোবর আজকের দিনটি রায় ঘোষণার তারিখ জানানোর জন্য নির্ধারণ করে ট্রাইব্যুনাল। পলাতক রয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামাল।
তথ্যসূত্র: টিবিএস