বিদেশিদের ফেসিয়াল রিকগনিশনে নজরদারি চালু করছে যুক্তরাষ্ট্র
বিদেশি নাগরিকদের প্রবেশ ও প্রস্থানে নজরদারি জোরদারে নতুন নীতিমালা চালু করছে যুক্তরাষ্ট্র। আগামী ২৬ ডিসেম্বর থেকে বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলসীমান্তে সব বিদেশির মুখের ছবি তুলতে বাধ্য করা হবে।
বিদেশি নাগরিকদের প্রবেশ ও প্রস্থানে নজরদারি জোরদারে নতুন নীতিমালা চালু করছে যুক্তরাষ্ট্র। আগামী ২৬ ডিসেম্বর থেকে বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলসীমান্তে সব বিদেশির মুখের ছবি তুলতে বাধ্য করা হবে।
‘দ্য গার্ডিয়ান’ জানায়, নতুন নিয়মে মার্কিন সীমান্ত কর্তৃপক্ষ চাইলে বিদেশিদের ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএসহ অন্যান্য বায়োমেট্রিক তথ্যও সংগ্রহ করতে পারবে। এখন থেকে ১৪ বছরের নিচে শিশু ও ৭৯ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরাও এ প্রক্রিয়ার আওতায় আসবেন।
এ পদক্ষেপকে অবৈধ অভিবাসন ও ভিসা জালিয়াতি রোধে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির অংশ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর ৪২ শতাংশেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বলে কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস জানিয়েছে।
তবে মানবাধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ভুল শনাক্তকরণের হার এখনো বেশি এবং এটি সংখ্যালঘুদের ক্ষেত্রে বৈষম্যমূলক হতে পারে।
মার্কিন সরকার জানিয়েছে, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে সব বিমানবন্দর ও সমুদ্রবন্দরে পূর্ণাঙ্গ বায়োমেট্রিক ‘এন্ট্রি–এক্সিট সিস্টেম’ চালু করা হবে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স