যুক্তরাষ্ট্রে যথেষ্ট মেধাবী জনবল নেই: এইচ-১বি ভিসা নিয়ে অবস্থান বদল ট্রাম্পের
এইচ-১বি ভিসা ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহামের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু খাতে বিদেশ থেকে মেধাবী জনবল আনা এখন জরুরি হয়ে পড়েছে।
এইচ-১বি ভিসা ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহামের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু খাতে বিদেশ থেকে মেধাবী জনবল আনা এখন জরুরি হয়ে পড়েছে।
ট্রাম্প বলেন, ‘আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে পর্যাপ্ত মেধাবী জনবল নেই। আপনাকে তা বাইরে থেকে আনতে হবে—কারণ মানুষকে শিখতে সময় লাগে।’ তিনি আরও যোগ করেন, ‘দেশ হিসেবে আমরা মেধা চাই। দক্ষ লোকজন ছাড়া অনেক গুরুত্বপূর্ণ খাতে অগ্রগতি সম্ভব নয়।’
এই মন্তব্য আসে এমন সময়ে, যখন ট্রাম্প প্রশাসন প্রযুক্তি প্রতিষ্ঠান ও চিকিৎসাসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মীদের ব্যবহৃত এইচ-১বি ভিসা কর্মসূচিতে কড়াকড়ি আরোপ করেছে। এর ফলে বিশেষ করে ভারতীয় পেশাজীবীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ট্রাম্পের নতুন মন্তব্যে প্রশাসনের অবস্থান কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিলেও সাম্প্রতিক নীতিগত পদক্ষেপ ভিন্ন বার্তা দিচ্ছে। গত সেপ্টেম্বরে প্রশাসন ঘোষণা দেয়—২৫ সেপ্টেম্বরের পর জমা দেওয়া নির্দিষ্ট এইচ-১বি আবেদনকারীদের অতিরিক্ত ১ লাখ ডলার ফি পরিশোধ করতে হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর পরে জানায়, এই অতিরিক্ত ফি কেবল ২১ সেপ্টেম্বরের পর নতুন আবেদন বা লটারিতে অংশ নেওয়া আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। আগে জমা দেওয়া বা বর্তমানে কার্যকর ভিসাধারীরা এতে প্রভাবিত হবেন না।
এই নীতি ২০২৬ সালের লটারির আবেদনেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: দ্য হিন্দুস্তান টাইমস