বিবিসির কাছে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) ক্ষমা চাইলেও তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুষ্ট করতে পারেনি। ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে বিবিসির বিরুদ্ধে ১ থেকে ৫ বিলিয়ন ডলার পর্যন্ত মানহানি মামলা করতে পারেন।

Nov 15, 2025 - 14:35
বিবিসির কাছে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প
বিবিসির বিরুদ্ধে ১ থেকে ৫ বিলিয়ন ডলার পর্যন্ত মানহানি মামলা করতে পারবেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) ক্ষমা চাইলেও তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুষ্ট করতে পারেনি। ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে বিবিসির বিরুদ্ধে থেকে বিলিয়ন ডলার পর্যন্ত মানহানি মামলা করতে পারেন।

বিবিসি গত বৃহস্পতিবার স্বীকার করে যে তাদের তথ্যচিত্রে সম্পাদনায় ভুল হয়েছে এবং ক্ষমা চেয়েছে। তবে ট্রাম্প বলেন, সম্পাদনাটিমিথ্যা মানহানিকরএবং এটি তাকে নির্বাচনে হস্তক্ষেপের শিকার করেছে এমন ধারণা সৃষ্টি করেছে। তিনি বলেন, ‘আমি সুন্দর ভাষণ দিয়েছিলাম, তারা তা বিকৃত করেছে।

ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে চিঠি পাঠিয়ে ক্ষমা চাওয়ার শেষ সময় এবং ক্ষতিপূরণের দাবির কথা জানিয়েছিলেন। এর মধ্যেই ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বিষয়টি আলোচনা করবেন।

বিবিসি চেয়ার সমীর শাহ হোয়াইট হাউসের কাছে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন। তবে ট্রাম্প বলেন, ক্ষমা যথেষ্ট নয়।

ট্রাম্পের ভাষণ সম্পাদনা নিয়ে বড় ধরনের সংকটে পড়েছে বিবিসি নিউজ। সৃষ্ট এই সমালোচনার ফলে গত রোববার প্রতিষ্ঠানটির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাবিভাগের প্রধান (হেড অব নিউজ) ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন।

তথ্যসূত্র: বিবিসি