অভ্যন্তরীণ সংঘাত নিয়ে গাজায় হামাসকে হত্যার হুমকি ট্রাম্পের
গাজায় অভ্যন্তরীণ সংঘাত নিয়ে ক্ষুব্ধ হয়ে আবারও হামাসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললনে, ‘হামাস যদি গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, তবে আমাদের কোনো বিকল্প থাকবে না, আমরা গিয়ে তাদের মেরে ফেলব।’
গাজায় অভ্যন্তরীণ সংঘাত নিয়ে ক্ষুব্ধ হয়ে আবারও হামাসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললনে, ‘হামাস যদি গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, তবে আমাদের কোনো বিকল্প থাকবে না, আমরা গিয়ে তাদের মেরে ফেলব।’
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এই বার্তায় ট্রাম্প মূলত তাঁর আগের অবস্থান থেকে সরে এসেছেন। সপ্তাহের শুরুতে তিনি সশস্ত্র গোত্রের সদস্যদের দমনে হামাসের অভিযানকে সমর্থন জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘তারা কয়েকটি খুব খারাপ গ্যাংকে নির্মূল করেছে, এতে আমার কোনো সমস্যা নেই।’
গত কয়েক দিনে গাজায় হামাস ও সশস্ত্র গোত্রের বিভিন্ন সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। স্থানীয় সূত্র বলছে, এসব গোষ্ঠীর কেউ কেউ ইসরায়েলের হয়ে কাজ করছে এবং মানবিক সহায়তা লুট করছে। সংঘর্ষের পর হামাস নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্যাং সদস্যদের সাধারণ ক্ষমা দেয়।
ইসরায়েলি কর্মকর্তারা এর আগেই স্বীকার করেছিলেন যে, হামাসকে দুর্বল করতে তারা গাজায় কিছু গ্যাংকে অস্ত্র দিয়েছে, যাদের মধ্যে আইএস-সংযুক্ত গোষ্ঠীও ছিল। গত রোববার এক ইসরায়েলপন্থী গ্যাংয়ের গুলিতে নিহত হন খ্যাতনামা ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি।
এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসের হাতে সন্দেহভাজন ইসরায়েলি সহযোগীদের হত্যার অভিযোগকে ‘ভয়াবহ অপরাধ’ আখ্যা দিয়েছেন। তাঁর কার্যালয় থেকে বলা হয়েছে, ‘এটি মানবাধিকার লঙ্ঘন ও আইনের শাসনের ওপর ভয়ংকর আঘাত।’
ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসের নিরস্ত্রীকরণ ও গাজার প্রশাসন থেকে সরে দাঁড়ানোর কথা ছিল। শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল প্রতিদিনই তা ভঙ্গ করছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি তারা মানবিক সহায়তা সীমিত করার হুমকিও দিয়েছে এবং রাফা সীমান্ত খুলে দিতে অস্বীকৃতি জানিয়েছে।
ট্রাম্প এই যুদ্ধবিরতিতে ‘নতুন মধ্যপ্রাচ্যের সূচনা’ দেখেছিলেন। কিন্তু তার সর্বশেষ হুমকি সেই আশাবাদে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
তথ্যসূত্র: আল জাজিরা