মামদানি মেয়র হলে নিউইয়র্কে বরাদ্দ দেবেন না ট্রাম্প
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বামপন্থি প্রার্থী জোহরান মামদানি জয়ী হলে শহরটিতে ফেডারেল বরাদ্দ বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বামপন্থি প্রার্থী জোহরান মামদানি জয়ী হলে শহরটিতে ফেডারেল বরাদ্দ বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘যদি নিউইয়র্কে একজন কমিউনিস্ট মেয়র হয়, তাহলে সেখানে অর্থ পাঠানো মানে সেই অর্থ নষ্ট করা। প্রেসিডেন্ট হিসেবে সেটা আমার পক্ষে কঠিন হবে।’
মঙ্গলবারের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী মামদানি এগিয়ে ছিলেনে জরিপে। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ধরা হচ্ছে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে।
ট্রাম্প সাক্ষাৎকারে আরও বলেন, ‘বিল ডি ব্লাসিও ছিলেন খারাপ মেয়র, কিন্তু মামদানি তার চেয়েও খারাপ হবেন।’ তিনি কুয়োমোকেও সমর্থন জানিয়ে বলেন, ‘আমি কুয়োমোর ভক্ত নই, তবে খারাপ ডেমোক্র্যাটের চেয়ে কমিউনিস্ট অনেক খারাপ—তাই আমি কুয়োমোকেই বেছে নেব।’
নিউইয়র্ক চলতি অর্থবছরে ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার ফেডারেল সহায়তা পেয়েছে। তবে মামদানি জয়ী হলে এই সহায়তা ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
৩৪ বছর বয়সী মামদানি নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় দিয়ে কমিউনিস্ট তকমা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি একরকম স্ক্যান্ডিনেভিয়ান রাজনীতিক, শুধু একটু বেশি বাদামী।’
অন্যদিকে কুয়োমো বলেন, ‘ট্রাম্পের বিরুদ্ধে আমি আগেও লড়েছি, নিউইয়র্কের জন্যও লড়ব।’
নিউইয়র্কের এই নির্বাচনের ফল শহরটির ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: বিবিসি