টেক্সাসে ওভারপাসে ঝুলে পড়ল টো ট্রাক, চালককে উদ্ধার

টেক্সাসের ম্যাককিনিতে ভয়াবহ দুর্ঘটনায় ওভারপাস থেকে ঝুলে পড়া একটি টো ট্রাকের চালককে উদ্ধার করেছে জরুরি কর্মীরা।

Oct 22, 2025 - 23:48
টেক্সাসে ওভারপাসে ঝুলে পড়ল টো ট্রাক, চালককে উদ্ধার
ঝুলে পড়ল টো ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে চালককে। ছবি: সংগৃহীত

টেক্সাসের ম্যাককিনিতে ভয়াবহ দুর্ঘটনায় ওভারপাস থেকে ঝুলে পড়া একটি টো ট্রাকের চালককে উদ্ধার করেছে জরুরি কর্মীরা।

বুধবার বিকেলে স্যাম রেবার্ন টোলওয়ের দক্ষিণমুখী লেনে হার্ডিন বুলেভার্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাস্তায় বিকল হয়ে থাকা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে টো ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাকটি কংক্রিটের দেয়ালে ধাক্কা লেগে পাশের দিকে উল্টে যায় এবং এর কেবিন অংশ ওভারপাস থেকে ঝুলে পড়ে।

আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায়, দমকলকর্মীরা মই ট্রাক ব্যবহার করে ঝুলে থাকা চালককে নিচে নামিয়ে আনছেন। কপাল সামান্য কেটে গেলেও তাকে গুরুতর আঘাত লাগেনি বলে পুলিশ জানিয়েছে। চালককে হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণে টোলওয়ের দক্ষিণমুখী সব লেন এবং উত্তরমুখী দুই লেন বন্ধ রাখতে হয়েছে। ম্যাককিনি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, একপাশের লেন আংশিক চালু হলেও ক্ষতির কারণে পুরো মহাসড়ক খুলতে কয়েক দিন সময় লাগবে।

তথ্যসূত্র: ফক্স ফোর