বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনালদো

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের তালিকায় স্থান পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মার্কিন আর্থিক তথ্য ও গণমাধ্যম সংস্থা ব্লুমবার্গের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, রোনালদোর মোট সম্পদের পরিমাণ প্রায় ১.৪ বিলিয়ন ডলার। টাকার অঙ্কে যা, ১৭ হাজার ৫৪ কোটির বেশি।

Oct 8, 2025 - 13:12
বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনালদো
আল-নাসরের সঙ্গে চুক্তিই রোনালদোকে বিলিয়নিয়ার হতে বড় ভূমিকা রেখেছে। ছবি: ফেসবুক

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের তালিকায় স্থান পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মার্কিন আর্থিক তথ্য গণমাধ্যম সংস্থা ব্লুমবার্গের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, রোনালদোর মোট সম্পদের পরিমাণ প্রায় . বিলিয়ন ডলার। টাকার অঙ্কে যা, ১৭ হাজার ৫৪ কোটির বেশি।

পর্তুগিজ উইঙ্গারের আর্থিক সাফল্যের পেছনে রয়েছে সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তি। বছরের জুনে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে দুই বছরের জন্য ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছেন। ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে রোনালদো বেতন হিসেবেই ৫৫০ মিলিয়ন ডলার আয় করেছেন। নাইকির সঙ্গে ১০ বছরের চুক্তি থেকে প্রতি বছর ১৮ মিলিয়ন ডলার এবং শীর্ষ ব্র্যান্ডগুলোর সঙ্গে বিভিন্ন চুক্তি থেকে ১৭৫ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন তিনি।

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিরও বিলিয়নিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। ইন্টার মায়ামির সঙ্গে তাঁর বর্তমান চুক্তি অনুযায়ী, খেলোয়াড়ি জীবন শেষে ক্লাবের অংশীদার হওয়ার সুযোগ থাকায় তিনি খুব দ্রুত রোনালদোর সমান হতে পারেন।

তথ্যসূত্র: আল জাজিরা