মেয়েদের আইপিএল নিলামে বাংলাদেশের মারুফা, স্বর্ণা ও রাবেয়া
মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লুপিএল) ২০২৬ আসরের নিলামে আছেন বাংলাদেশের তিন নারী ক্রিকেটার- পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও লেগ স্পিনার রাবেয়া খান। তিনি জনেরই ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। ২৭ নভেম্বর মেয়েদের আইপিএলের নিলাম হবে দিল্লিতে।
মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লুপিএল) ২০২৬ আসরের নিলামে আছেন বাংলাদেশের তিন নারী ক্রিকেটার- পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও লেগ স্পিনার রাবেয়া খান। তিনি জনেরই ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। ২৭ নভেম্বর মেয়েদের আইপিএলের নিলাম হবে দিল্লিতে।
আসন্ন নিলামে মোট ২২৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন, যাদের ৮৩ জন বিদেশি। মেয়েদের আইপিএলে দল কম থাকায় খেলার সুযোগ পাবেন ৮৩ জন, যাদের মধ্যে বিদেশি হিসেবে থাকবেন ২৩ জন।
এই ২৩ জনের মধ্যে কি বাংলাদেশের কেউ জায়গা করে নিতে পারবেন? মারুফার ভালো একটা সম্ভাবনা আছে। কিছুদিন আগেই শেষ হওয়া মেয়েদের ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মারুফা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে তার বিধ্বংসী বোলিং এবং ইনসুইং ডেলিভারিতে ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করে আলোড়ন তুলেছিলেন তিনি। তার সে ডেলিভারিকে শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা টুর্নামেন্টের সেরা ডেলিভারি আখ্যা দিয়েছিলেন।
শুক্রবার ডব্লুপিএলের ওয়েবসাইটে প্রকাশিত নিলামের জন্য নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায় দেখা আছে মারুফা, স্বর্ণা ও রাবেয়ার নাম। মোট তিনটি ক্যাটাগরিতে খেলোয়াড়দের নাম তালিকাভূক্ত করা হয়েছে। সর্বোচ্চ ৫০ লাখ ভিত্তিমূল্যের খেলোয়াড় ১৯ জন, ৪০ লাখ ভিত্তিমূল্যের খেলোয়াড় ১১ জন। আর ৩০ লাখের ঘরে আছে ৮৮ খেলোয়াড়ের নাম।
নিলামের জন্য অস্ট্রেলিয়া থেকে ২৩ জন খেলোয়াড় নাম নিবন্ধন করেছেন। ইংল্যান্ডের ২২, নিউজিল্যান্ডের ১৩ এবং দক্ষিণ আফ্রিকা থেকে ১১ জন ক্রিকেটার নিলামের জন্য নাম লিখিয়েছেনন।
সব কিছু ঠিক থাকলে নিলামের পর ৫ দলের ডব্লুপিএল শুরু হবে নতুন বছরের শুরুতেই, ৭ জানুয়ারি।
তথ্যসূত্র: ক্রিকইনফো