নাসডাকের উদ্যোক্তা প্রোগ্রামে নির্বাচিত নর্থ সাউথ অ্যালামনাই
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাবেক শিক্ষার্থী ফেরিহান এফ. রহমান নাসডাক এন্টারপ্রেনিউরিয়াল সেন্টারের ২০২৫ সালের শরৎকালীন মাইলস্টোন মেকারস প্রোগ্রামে যুক্ত হয়েছেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাবেক শিক্ষার্থী ফেরিহান এফ. রহমান নাসডাক এন্টারপ্রেনিউরিয়াল সেন্টারের ২০২৫ সালের শরৎকালীন মাইলস্টোন মেকারস প্রোগ্রামে যুক্ত হয়েছেন।
ফেরিহান ‘ইনভেস্টার’ নামে এক স্টার্টআপের প্রতিষ্ঠাতা, যা উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে শিক্ষা খাতে নতুন দিগন্ত উন্মোচনে কাজ করছে। ‘পাওয়ারিং দ্য ফিউচার অব এডুকেশন’ শিরোনামে গঠিত এ গ্লোবাল ব্যাচে অংশ নিচ্ছেন এমন উদ্যোক্তারা, যারা এডটেক খাতে বিশ্বব্যাপী শেখার প্রক্রিয়া বদলে দিতে কাজ করছেন।
এ প্রোগ্রামের উদ্যোক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টিউটরিং, আর্থিক সচেতনতা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মতো সমাধান তৈরি করছেন, যা শিক্ষায় প্রবেশাধিকার ও মানোন্নয়নে ভূমিকা রাখবে।
নাসডাকের এই প্রোগ্রামের অংশ হিসেবে ফেরিহান পাবেন ব্যক্তিগত কোচিং, এক্সিকিউটিভ মেন্টরশিপ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সহায়তা, যা ইনভেস্টারকে পরবর্তী পর্যায়ে এগিয়ে নিতে সহায়তা করবে।
ফেরিহানের এ অর্জনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সম্প্রদায় গর্বিত। তার সাফল্য এনএসইউ অ্যালামনাইদের বিশ্বজুড়ে প্রভাবের অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।
তথ্যসূত্র: নর্থ সাউথ ইউনিভার্সিটি