নেপালে দুর্নীতি বিরোধী বিক্ষোভে নিহত অন্তত ১৯, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতি বিরোধী দাবিতে দেশব্যাপী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সোমবার রাজধানী কাঠমান্ডুসহ সাতটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। কেবল কাঠমান্ডুতেই ১৭ জনের মৃত্যু হয়েছে। সহিংসতার ঘটনার পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন।

Sep 8, 2025 - 20:18
নেপালে দুর্নীতি বিরোধী বিক্ষোভে নিহত অন্তত ১৯, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দুর্নীতি বিরোধী দাবিতে দেশব্যাপী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সোমবার রাজধানী কাঠমান্ডুসহ সাতটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। কেবল কাঠমান্ডুতেই ১৭ জনের মৃত্যু হয়েছে। সহিংসতার ঘটনার পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন।

রাজধানীতে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, রাবার বুলেট জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে গুলিও চালানো হয়। সহিংসতা ছড়িয়ে পড়ায় কাঠমান্ডু আরও কয়েকটি শহরে কারফিউ জারি করা হয় এবং সেনা মোতায়েন করা হয়।

সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম মেসেজিং অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করায় বিক্ষোভের সূত্রপাত। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এক্সসহ জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে টিকটকসহ কয়েকটি প্রতিষ্ঠান নতুন নিয়ম মেনে চলায় সেগুলো চালু রয়েছে। সিদ্ধান্তে ব্যবসা, পর্যটন প্রবাসীদের সঙ্গে যোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

কাঠমান্ডুর পাশাপাশি পোখারা, ভুটওয়াল, ভাইরাহাওয়া, ভরতপুর, ইতাহারি দামাক শহরে বিক্ষোভ হয়। ইতাহারিতে গুলিতে দুজন নিহত হন। দেশজুড়ে সহিংসতায় আহত অন্তত ৩৪৭ জন চিকিৎসাধীন আছেন।

অন্যদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার দ্রুত তদন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত বিধিনিষেধ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

সংকটের সূত্রপাত আদালতের এক আদেশকে কেন্দ্র করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভুয়া খবর, বিদ্বেষমূলক বক্তব্য অনলাইন অপরাধ দমনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিক্ষোভকারীরা একে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হুমকি হিসেবে দেখছেন।