টেক্সাসের লুইসভিলে মাকে খুন করে ছেলের আত্মহত্যা

টেক্সাসের লুইসভিলে বুধবার দুপুরে গুলিবর্ষনেরম ঘটনায় মায়ের সঙ্গে তার ছেলে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে ছেলে তার মাকে গুলি করার পর নিজে আত্মহত্যা করেছেন।

Oct 23, 2025 - 00:56
টেক্সাসের লুইসভিলে মাকে খুন করে ছেলের আত্মহত্যা
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ছবি: ডব্লিউএফএএ

টেক্সাসের লুইসভিলে বুধবার দুপুরে গুলিবর্ষনেরম ঘটনায় মায়ের সঙ্গে তার ছেলে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে ছেলে তার মাকে গুলি করার পর নিজে আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটে নর্থউড মোবাইল হোম পার্কে, ইস্ট স্টেট হাইওয়ে ১২১ বিজনেসের ৪০০ ব্লকে। স্থানীয়রা দুইজনের গুলিতে আহত হওয়ার খবর দিলে পুলিশ দমকলকর্মীরা সেখানে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় এক মহিলা এক পুরুষকে পান। মহিলাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

 পুরুষটিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও তিনি সেখানেই মারা যান। নিহতরা হলেন ৫০ বছর বয়সী মার্গোলেইন পিচান এবং ৩১ বছর বয়সী জোশুয়া পিচান।

পুলিশ বলেছে, এটি গুলিবর্ষনের বিচ্ছিন্ন একটি ঘটনা। এতে জনসাধারণের জন্য কোনো ধরণের হুমকি নেই। তদন্ত চলাকালীন এলাকাটি এড়িয়ে চলার জন্য স্থানীয়দের অনুরোধ জানানো হয়েছে।

তথ্যসূত্র: ডব্লিউএফএএ