শাটডাউনের মধ্যে ডালাসে আরও ফ্লাইট ব্যাহত হওয়ার আশঙ্কা
উত্তর টেক্সাসে এই সপ্তাহেও ফ্লাইটে বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশ করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। পুনরায় সরকার খোলার আলোচনার মধ্যেই মঙ্গলবার ফ্লাইট বাতিলের হার ৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে এফএএ
উত্তর টেক্সাসে এই সপ্তাহেও ফ্লাইটে বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশ করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। পুনরায় সরকার খোলার আলোচনার মধ্যেই মঙ্গলবার ফ্লাইট বাতিলের হার ৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে এফএএ
ডালাস লভ ফিল্ডে সোমবার কমপক্ষে ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বিত হয়েছে আরওও ১১৫টিরও বেশি। ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার পর্যন্ত ১০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ৩০০টির বেশি বিলম্বের তথ্য পাওয়া গেছে।
পর্যটকেরা শান্ত ও ধৈর্যশীল মনোভাব ধরে রাখলেও সমস্যার মাত্রা স্পষ্ট। ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিক ড্যানিয়েলস বলেন, ‘৪১ দিনেরও বেশি সময় ধরে বেতন না পাওয়া অবস্থায় বিমান নিয়ন্ত্রণকর্মীরা কাজ করছেন। এটা কখনও গ্রহণযোগ্য নয়।’ দেশব্যাপী ৩৮০০ প্রশিক্ষিত নিয়ন্ত্রণকর্মীর ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ভ্রমণকারীরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন, তবে অতিরিক্ত খরচ ও অস্বস্তিতে তারা হতাশ। আন্তর্জাতিক ভ্রমণকারী শ্যানন ম্যাকক্রে বলেন, ‘ফ্লাইট বাতিলের কারণে আমাদের অনেক অর্থ খরচ হচ্ছে। হোটেল ও খাবারের জন্য আমাদের নিজেদের খরচ দিতে হচ্ছে। এয়ারলাইনস বলছে, এটা তাদের দোষ নয়। সত্যিই এটা বড় অসুবিধা।’
এয়ারলাইনগুলো বাতিল ফ্লাইটের জন্য মূল টিকিট ফেরত দিতে পারে, তবে অতিরিক্ত খরচের ক্ষতিপূরণ বাধ্যতামূলক নয়। আমেরিকান এয়ারলাইনস ইতিমধ্যেই মঙ্গলবারের জন্য প্রায় ২০০টি ফ্লাইট বাতিলের পরিকল্পনা ঘোষণা করেছে। এফএএ বলেছে, কন্ট্রোলারদের উপর চাপ কমাতে মঙ্গলবার থেকে বাতিলের হার ৪% থেকে ৬% বৃদ্ধি পাবে।
ফেডারেল শাটডাউন দীর্ঘায়িত হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে বিমানবন্দর ও মানুষের ভ্রমণ পরিকল্পনার ওপর। যদি সরকারি অচলাবস্থা দ্রুতই কেটে যায়, তারপরও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে কয়েক দিন সময় লাগতে পারে।
তথ্যসূত্র: এনবিসি ৫