যুদ্ধবিরতির মধ্যেই গাজায় চলছে ইসরায়েলের হামলা, ১০ দিনে ৯৭ জনকে হত্যা
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় হামলা চলছে ইসরায়েলের। গাজার প্রশাসনের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর গত ১০ দিনে ইসরায়েল অন্তত ৮০ বার চুক্তি ভঙ্গ করে ৯৭ জনকে হত্যা ও ২৩০ জনকে আহত করেছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় হামলা চলছে ইসরায়েলের। গাজার প্রশাসনের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর গত ১০ দিনে ইসরায়েল অন্তত ৮০ বার চুক্তি ভঙ্গ করে ৯৭ জনকে হত্যা ও ২৩০ জনকে আহত করেছে।
গাজার জনসংযোগ কার্যালয় জানিয়েছে, এই হামলাগুলো যুদ্ধবিরতির সিদ্ধান্ত ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। গাজা উপত্যকার সব জেলাতেই ইসরায়েলি আক্রমণের ঘটনা ঘটেছে।
এদিকে, হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। সংগঠনটি রাফাহ অঞ্চলের সাম্প্রতিক সংঘর্ষে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে জানিয়েছে যে ওই এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন ‘রেড জোন’।
আল-কাসসাম বলেছে, মার্চে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে রাফাহ অঞ্চলে থাকা তাদের ইউনিটগুলোর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ফলে সেখানে কী ঘটছে সে বিষয়ে তাদের কোনো তথ্য নেই।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সহিংসতার জন্য হামাস নেতৃত্ব দায়ী নয়। তিনি ইঙ্গিত দেন, হামাসের কিছু ‘বিদ্রোহী সদস্য’ এ ঘটনায় জড়িত থাকতে পারে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘বিষয়টি কঠোরভাবে কিন্তু সঠিকভাবে সামলানো হবে।’ তিনি আশা প্রকাশ করেন, গাজায় যুদ্ধবিরতি টিকে থাকবে এবং পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে।
তথ্যসূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি