২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ
বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ বেড়ে ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ বেড়ে ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী বর্তমানে গ্রস রিজার্ভের এই পরিমাণ রেকর্ড হয়েছে। সর্বশেষ ৬ অক্টোবর রিজার্ভের পরিমাণ ছিল ২৬ দশমিক ৮০ বিলিয়ন ডলার।
রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে ব্যাংকিং খাতে ডলারের সরবরাহ বেড়েছে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের অতিরিক্ত ডলার কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করছে, যা রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানানো হয়েছে।
গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক মোট ১৪টি নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ২ বিলিয়ন ডলারের বেশি কিনেছে বলে জানা গেছে।
তথ্যসূত্র: টিবিএস