ফোর্ট ওয়ার্থের গ্যাস স্টেশনে এক ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা
ফোর্ট ওয়ার্থের এক গ্যাস স্টেশনে এর কর্মচারীকে শুক্রবার রাতে গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহত ২৮ বছর বয়সী ভারতীয় শিক্ষার্থী চন্দ্রশেখর পোল ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের শিক্ষার্থী ছিলেন।

ফোর্ট ওয়ার্থের এক গ্যাস স্টেশনে এর কর্মচারীকে শুক্রবার রাতে গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহত ২৮ বছর বয়সী ভারতীয় শিক্ষার্থী চন্দ্রশেখর পোল ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, রাত ৯টা বাজার কিছু সময় আগে ইস্টচেইস পার্কওয়ের ১৪০০ ব্লকে, আই-৩০ এর কাছে অবস্থিত ওই গ্যাস স্টেশনে গুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে এক প্রাপ্তবয়স্ক পুরুষ কর্মচারীকে গুলি করা হয়।
ঘটনাস্থলেই উপস্থিত হয়েই চিকিৎসাকর্মীরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।
উব্লিউিএফএএ টিভি চ্যানেলের সংবাদকর্মীদের ভিডিও ফুটেজে দেখা যায়, ইস্টচেইস ও আই-৩০ এর এক্সন স্টোরের গ্যাস পাম্পগুলো পুলিশি তদন্তের সময় হলুদ টেপ দিয়ে ঘেরা ছিল।
পুলিশ জানায়, ‘ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যায় এবং প্রায় এক মাইল দক্ষিণে গিয়ে একটি গাড়িতে কয়েক দফায় গুলি চালায় একাধিকবার গুলি চালায়। ঐ ঘটনায় অবশ্য কেউ আহত হয়নি।’
কর্মকর্তারা জানান, সন্দেহভাজনকে মেদোব্রুক ড্রাইভের ৮৫০০ ব্লকের এক বাড়িতে পাওয়া যায়। ওই বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল সে।
সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আঘাতজনিত কারণে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে। বর্তমানে পুলিশের হেফাজতেই রয়েছে সে। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্দেহভাজনের গাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
ফক্স ফোরের এক খবরে বলা হয়েছে, ২৩ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তির নাম রিচার্ড ফ্লোরেজ।
তথ্যসূত্র: উব্লিউিএফএএ, ফক্স ফোর