টেক্সাসে ভোট শুরু সোমবার, ৪ নভেম্বর মূল নির্বাচন

আগামী ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসে হবে স্থানীয় নির্বাচন। সোমবার (২০ অক্টোবর) থেকে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের দিন ভোটকেন্দ্র খোলা থাকবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত; সন্ধ্যা ৭টার মধ্যে লাইনে থাকলে ভোট দিতে পারবেন।

Oct 21, 2025 - 00:11
টেক্সাসে ভোট শুরু সোমবার, ৪ নভেম্বর মূল নির্বাচন
নির্বাচনের দিন ভোটকেন্দ্র খোলা থাকবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ছবি: কেভিউ (KVUE)

আগামী নভেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসে হবে স্থানীয় নির্বাচন। সোমবার (২০ অক্টোবর) থেকে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের দিন ভোটকেন্দ্র খোলা থাকবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত; সন্ধ্যা ৭টার মধ্যে লাইনে থাকলে ভোট দিতে পারবেন।

কোথায় ভোট দেওয়া যাবে

কলিন, ডালাস, টারান্টসহ উত্তর টেক্সাসের বেশ কয়েকটি কাউন্টিতে ভোটাররা যেকোনো অনুমোদিত কেন্দ্রে ভোট দিতে পারবেন। তবে ভোটারদের সুনির্দিষ্ট ভৌগোলিক ভোট এলাকাতেই ভোট দিতে হবে।

যে পরিচয়পত্র লাগবে

টেক্সাস ড্রাইভিং লাইসেন্স, স্টেট আইডি, পাসপোর্ট, সামরিক বা নাগরিকত্ব পরিচয়পত্রএর যেকোনো একটি লাগবে ভোট দেওয়ার সময়।

ভোটে থাকছে

এই নির্বাচনে টেক্সাস সংবিধানের ১৭টি সংশোধনী প্রস্তাবের ভোট হবে। এতে গৃহমালিক ব্যবসার জন্য কর ছাড়, বেইল সংস্কার, এবং ডিমেনশিয়া প্রতিরোধ গবেষণা প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব অন্তর্ভুক্ত। বেশ কিছু শহর স্কুল ডিস্ট্রিক্ট বন্ড প্যাকেজ অনুমোদনের প্রস্তাব ভোটে তুলবে।

ভোটের ফল কখন জানা যাবে

নভেম্বর সন্ধ্যা ৭টার পর ভোট গণনা শুরু হবে। প্রথমে আগাম ভোটের ফল প্রকাশিত হবে, এরপর দিনভিত্তিক ভোটের ফল রাতে হালনাগাদ হবে।

ডাকযোগে অনুপস্থিত ভোট

প্রত্যেক কাউন্টির নির্বাচন দপ্তরে নিজে উপস্থিত হয়ে ডাক ভোটপত্র জমা দেওয়া যাবে। অন্য কারও পক্ষে জমা দেওয়া যাবে না এবং বৈধ আইডি সঙ্গে রাখতে হবে।

তথ্যসূত্র: এনবিসি