ডালাসে আবারও 'বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভাল'

প্রায় এক দশক আগে প্ল্যানো শহরে এক ছোট্ট আয়োজন দিয়ে শুরু হলেও আজ ডালাসের বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভাল উত্তর আমেরিকায় এক সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।

Jul 12, 2025 - 23:26
ডালাসে আবারও 'বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভাল'

প্রায় এক দশক আগে প্ল্যানো শহরে এক ছোট্ট আয়োজন দিয়ে শুরু হলেও আজ ডালাসের বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভাল উত্তর আমেরিকায় এক সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। উত্তর আমেরিকার একমাত্র বাংলা ভাষার চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত বিএফএফডি এবার অষ্টম বছরে পা দিচ্ছে। উৎসবের প্রদর্শনী হবে ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে, চলবে আগস্টের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত।

এবারের আয়োজনেও থাকছে স্বল্প ও পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের সংমিশ্রণ। এই সব ছবি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ইস্যু নিয়ে নতুন আলোচনা তৈরি করতে পারে।

চলচ্চিত্র প্রদর্শনই এই উৎসবের একমাত্র আকর্ষণ নয়। এবারের বিশেষ প্রদর্শনী 'নকশীকাঁথার ছবি: চলচ্চিত্র, ফ্যাশন ও ঐতিহ্য' তুলে ধরবে বাংলার ৫০০ বছরের প্রাচীন শিল্পধারা।

২০২৫ সালের বিএফএফডি-এর থিম হলো 'নকশীকাঁথা', যা ১৬শ শতক থেকে বাঙালির জীবনে প্রচলিত এক ঐতিহ্যবাহী কুটির শিল্প। নানা বর্ণের সুতা ও ডিজাইনে তৈরি এই শিল্প কেবল শিল্প হিসেবে সমাদৃত নয়, বরং লোককাহিনি সংরক্ষণের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতো।

এবারের উৎসবের বিশেষ আকর্ষণ বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের উপস্থিতি। তিনি ‘দহন ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং ‘অলিক সুখ ও ‘প্রাক্তন ছবির জন্য ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার জিতেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গভূষণ উপাধিতে সম্মানিত করে।

এবারের উৎসবে থাকবে তাহসিনা শাহিনের নকশীকাঁথা ভিত্তিক ফ্যাশন শো। বাংলাদেশের ফ্যাশন বৈচিত্র্যকে তুলে ধরার পাশাপাশি পরিবেশবান্ধব নকশা এবং সচেতনতা-ভিত্তিক নকশার জন্য তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন। এবারই প্রথম তাঁর কাজ উত্তর আমেরিকায় প্রদর্শিত হবে।