ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের
ঢাকায় ককটেল হামলা ও যানবাহনে অগ্নিসংযোগ বাড়তে থাকায় এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় মাঠের সদস্যদের উদ্দেশে তিনি এই নির্দেশনা দেন বলে ডিএমপির ক্রাইম বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
ঢাকায় ককটেল হামলা ও যানবাহনে অগ্নিসংযোগ বাড়তে থাকায় এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় মাঠের সদস্যদের উদ্দেশে তিনি এই নির্দেশনা দেন বলে ডিএমপির ক্রাইম বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
পরে দ্য ডেইলি স্টার-এর কাছেও নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেছেন (ডিএমপি) কমিশনার। তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমি এমন নির্দেশই দিয়েছি। কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছোড়ে এবং পুলিশকে আক্রমণ করে, তাহলে তারা কি চুপচাপ বসে থাকবে?’
১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ডাকের পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ বেড়ে গেছে। আগামী সোমবার রায় ঘোষণাকে কেন্দ্র করে আবারও একই ধরনের কর্মসূচি দেওয়ায় উত্তেজনা আরও বাড়ছে।
ডিএমপির এক কর্মকর্তা দণ্ডবিধির ৯৬ ধারার উদ্ধৃতি দিয়ে বলেন, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে নেওয়া পদক্ষেপ অপরাধ হিসেবে গণ্য হয় না।
এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দেওয়ার পাঁচদিন পর ডিএমপি কমিশনার এই নির্দেশ দিলেন।
তথ্যসূত্র: দ্য ডেইল স্টার, সমকাল